অ্যাপশহর

Pranab Mukherjee: 'মানুষ ভাষণ ভুলে যাবে, কিন্তু ছবি থাকবে'

'ভবিষ্যতে এই ছবি ব্যবহার করে বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে বলে আশঙ্কা প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের।

EiSamay.Com 7 Jun 2018, 12:23 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার নাগপুরে আরএসএসের দপ্তরে এক অনুষ্ঠানে ভাষণ দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তাঁর এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই বিতর্ক দেখা দিয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুললেন প্রণব-কন্যা তথা কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। বাবার এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি। প্রণববাবুর এই সিদ্ধান্ত বিজেপি এবং সংঘের হাতে মিথ্যা তথ্য প্রচারের একটি পথ খুলে দিল বলে মত শর্মিষ্ঠার। এ সম্পর্কে তাঁর ব্যাখ্যা, একসময় মানুষ প্রণববাবুর ভাষণ ভুলে যাবে। অথচ এই অনুষ্ঠানে প্রণববাবুর উপস্থিতির ছবি থেকে যাবে। আর ভবিষ্যতে এই ছবি ব্যবহার করে বিজেপি এবং আরএসএস মানুষকে ভুল বোঝাবে।
EiSamay.Com প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মেয়ে শর্মিষ্ঠা
প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে মেয়ে শর্মিষ্ঠা


আরএসএসের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যোগ দেওয়ার ফালাফল নিয়ে বুধবার টুইটারে নিজের আশঙ্কার কথা তুলে ধরেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। খুব শীঘ্রই প্রণববাবু স্বয়ং 'বিজেপির নোংরা ফন্দি দপ্তরের' কর্মপদ্ধতি সম্পর্কে বুঝতে পারবেন বলে আশাপ্রকাশ করেছেন তিনি।

শর্মিষ্ঠা মুখোপাধ্যায় কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিতে চলেছেন বলে দিল্লির রাজনৈতিক মহলে গুজব রটেছিল। এমন সম্ভাবনা সরাসরি খারিজ করে দিয়েছেন শর্মিষ্ঠা। এই মিথ্যা প্রচারের নেপথ্যে বিজেপি-র হাত আছে বলে অভিযোগ করেছেন তিনি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল