অ্যাপশহর

#NoteBan-এর গেরো! জুতো সেলাই করিয়ে মুচিকে ১০০ টাকা ধরালেন স্মৃতি

স্মৃতি তাঁকে বলেন, ১০০ টাকাই রেখে দিতে। মুচি তা নিয়ে স্মৃতির জুতোয় আরও কয়েকটি সেলাই করে দেন।

EiSamay.Com 26 Nov 2016, 11:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নোট-সঙ্কট কাটবে কবে? প্রশ্ন অনেক। উত্তরে বিস্তর ধোঁয়াশা। এহেন ধোঁয়াশার মধ্যেই এবার নোট-সঙ্কটে বিপাকে খোদ কেন্দ্রীয় মন্ত্রী। মুচিকে দিতে পারলেন না খুচরো। মুচি তাই খামোখা আরও কয়েকটি সেলাই করে দিলেন মন্ত্রীর জুতোয়। মন্ত্রীর নাম স্মৃতি ইরানি
EiSamay.Com smriti irani pays rs 100 to cobbler for getting slippers repaired
#NoteBan-এর গেরো! জুতো সেলাই করিয়ে মুচিকে ১০০ টাকা ধরালেন স্মৃতি


শনিবার কোয়েম্বাত্তুরে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠান শেষে কোয়েম্বাত্তুর বিমানবন্দরে ঢোকার সময় জুতো ছিঁড়ে যায় তাঁর। চটজলদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে কাছাকাছি একটি মুচির দোকানে যান জুতো সেলাই করাতে। সেলাই হয়ে যাওয়ার মুচি বলেন, ১০ টাকা দিতে। স্মৃতি ইরানি তাঁকে ১০০ টাকার নোট দিয়ে বলেন, খুচরো দিন।

জনৈক মুচি জানিয়ে দেন, ১০ টাকার জন্য তাঁর কাছে ১০০ টাকা খুচরো নেই। বিষয়টা আরও হাস্যকর হয় যখন স্মৃতি তাঁকে বলেন, ১০০ টাকাই রেখে দিতে। মুচি তা নিয়ে স্মৃতির জুতোয় আরও কয়েকটি সেলাই করে দেন। ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় ইন্টারনেটে।

Union minister Smriti Irani today paid Rs 100 to a cobbler here for getting her slippers repaired and the latter, who had demanded only Rs 10 for the job, happily put in additional stitches on it with the incident going viral on the social media.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল