অ্যাপশহর

ঝাড়খণ্ডে মাওবাদীদের ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ ৬ জওয়ান

আহত আরও ১০ জন।

EiSamay.Com 27 Jun 2018, 12:53 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ড-ছত্তীশগড় সীমানা লাগোয়া গারওয়ায় মঙ্গলবার মাওবাদী হামলায় জাগুয়ার বাহিনীর কমপক্ষে ৬ জওয়ান শহিদ হয়েছেন। আহত আরও ১০ জন। মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ চলাকালীন ল্যান্ডমাইন বিস্ফোরণে ওই জওয়ানদের মৃত্যু হয়েছে বলে খবর।
EiSamay.Com Mao


গারওয়ার ডেপুটি কমিশনার নেহা অরোরা অবশ্য জানাচ্ছেন, ঝাড়খণ্ডের বুরহা পাহাড় অঞ্চলে মাওবাদীদের সঙ্গে জাগুয়ার বাহিনীর সংঘর্ষ চলছে বলে তাঁর কাছে খবর রয়েছে। তবে, এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর তিনি পাননি।

ঝাড়খণ্ডের এই পাহাড় অঞ্চল দীর্ঘসময় ধরে মাওবাদীদের নিরাপদ আস্তানা হয়ে রয়েছে। পাহাড়কে গেরিলাদের হাত থেকে মুক্ত করতে সম্প্রতি জাগুয়ার বাহিনী এখানে মাওবাদী-বিরোধী অভিযান শুরু করেছে।

সূত্রের খবর, মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কোবরা ছাড়াও সিআরপিএফ ও পুলিশের যৌথ বাহিনী মঙ্গলবার বুরহা পাহাড় অঞ্চলে অভিযানে যায়। সেসময় মাইন বিস্ফোরণে ৪ জওয়ান নিহত হন। বাকি ২ জওয়ান সংঘর্ষে শহিদ হয়েছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল