অ্যাপশহর

'ত্রিপুরায় BJP-র পরিণতি হবে ওয়াটারলুর নেপোলিয়ানের মতো'

ত্রিপুরাই হবে বিজেপির ওয়াটারলু। নেপোলিয়ান বোনাপার্টের বিজয়রথ যেমন ওয়াটারলুতে গিয়ে থমকে গিয়েছিল, বিজেপি-র ক্ষেত্রেও সে রকমই ঘটতে চলেছে ত্রিপুরায়।

EiSamay.Com 21 May 2017, 9:43 pm
দেবাশিস মজুমদার, আগরতলা
EiSamay.Com sitaram yechuri attacked bjp at tripura
'ত্রিপুরায় BJP-র পরিণতি হবে ওয়াটারলুর নেপোলিয়ানের মতো'


ত্রিপুরাই হবে বিজেপির ওয়াটারলু। নেপোলিয়ান বোনাপার্টের বিজয়রথ যেমন ওয়াটারলুতে গিয়ে থমকে গিয়েছিল, বিজেপি-র ক্ষেত্রেও সে রকমই ঘটতে চলেছে ত্রিপুরায়। রবিবার আগরতলায় সিপিএম-এর রাজ্য কমিটির বৈঠকের পর এমনই দাবি করলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, 'বিধানসভা ভোটে জয়ী হতে বিজেপি ত্রিপুরায় রাজনৈতিক ও মতাদর্শগত যুদ্ধ ঘোষণা করেছে। আমরা এই যুদ্ধে জয়ী হতে প্রস্তুত। ভোটের পর ওদের পরিণতি হবে নেপোলিয়ানের ওয়াটারলু'র মত।'

শনিবার থেকে আগরতলায় শুরু হয়েছে দু'দিনের সিপিএম রাজ্য কমিটির বৈঠক। রবিবার বৈঠক শেষে সীতারাম বলেন, 'অসম, মণিপুর ও অরুণাচলপ্রদেশের পর বিজেপি উত্তর পূর্বাঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে ত্রিপুরা দিয়ে। তারা রাজনৈতিক ও মতাদর্শগত যুদ্ধ ঘোষণা করেছে এখানে। বিজেপি'র উদ্দেশ্যে আমি শুধু বলতে চাই, আমরা এই যুদ্ধ জয় করতে প্রস্তুত। ভোটের ফল প্রকাশ হলে আপনাদের অবস্থা হবে নেপোলিয়ানের ওয়াটারলু'র মত।'

সীতারাম বলেন, বিজেপি বলছে everything is fair in love and war। কিন্তু ত্রিপুরা এক্ষেত্রে অন্য দিশা দেখাবে। জাতীয় ও উত্তর পূর্বের রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রিপুরার আসন্ন বিধানসভা ভোট গুরুত্তপুর্ণ বলে উল্লেখ করে সিপিএম সম্পাদক বলেন, ৩ তারিখে নির্বাচন কমিশনে যাব। দাবি রাখব ইভিএম-এ ভিভি প্যাড দিতে।

রাজ্যের বাম সরকারকে সার্টিফিকেট দিতে গিয়ে সীতারাম বলেন, মনরেগায় ত্রিপুরা প্রথম স্থানে। ৯৫ দিনের কাজ হয়েছে এই রাজ্যে। সাক্ষরতায় প্রথম। সুশাসনেও এই অঞ্চলের মধ্যে প্রথম। বিজেপির আচ্ছে দিনের কটাক্ষ করে তিনি বলেন, 'মনরেগার কাজে বরাদ্দ কমিয়ে ৪২ দিনের করা হয়েছে। এভাবে একদিকে গ্রামে কর্মসংস্থান কমছে, অন্যদিকে তথ্য প্রযুক্তি সহ অন্যান্য ক্ষেত্রে কর্মসংস্থান কমছে। অথচ মোদি বলেছিলেন, বছরে দুই কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। অন্নদাতারা আত্মহত্যা করছেন। আর মোদীজি সরকারের ৩ বছরে উৎসব করছেন।'

প্রসঙ্গত, বিজেপি দ্রুত ত্রিপুরায় বিরোধী হিসাবে উঠে আসতেই শাসকদল সিপিএমের এখন রাতের ঘুম উবে গেছে। যে কারণে রাজ্য কমিটির বৈঠকে যোগ দিতে এখানে ছুটে আসতে হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাতকে। ভোটের বাকি আরও ৮ মাস। এই সময়ের মধ্যে কীভাবে বিজেপির ক্রমবর্ধমান প্রভাব রোখা যায় তা নিয়েই দুদিনের বৈঠকে আলোচনা করেছেন রাজ্য নেতৃত্ব।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল