অ্যাপশহর

মহারাষ্ট্রে সরকার গঠন প্রশ্নে শিবসেনা কি ভাঙনের মুখে!

​​তিনি দাবি করেন, শিবসেনার ২৫ বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমার সঙ্গেও তাঁদের কথা হয়েছে। শিবসেনা বিরোধী আসনে বসতে চাইলে, ওই ২৫ সেনা বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশের সরকারে যোগ দেবেন। মহারাষ্ট্রে সরকার গঠনে দেরি হওয়ায় সেনাকেই দুষছেন রানা।

EiSamay.Com 5 Nov 2019, 8:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে জটিলতার জের কি শেষপর্যন্ত শিবসেনার ঘরেই পড়তে চলেছে? জোট শরিক বিজেপি ও শিবসেনা নিজেদের অবস্থানে অনড় থাকায়, জল কোনদিকে গড়ায়, সেদিকে সকলেরই নজর রয়েছে। এরই মধ্যে নির্দলীয় বিধায়ক রবি রানা সোমবার দাবি করেন, বিজেপির সঙ্গ ছাড়লে শিবসেনা দু-টুকরো হয়ে যাবে। অমরাবতী জেলার বডনেরা কেন্দ্রের এই নির্দলীয় বিধায়ক নিজে বিজেপিকে সমর্থন করছেন। দ্বিতীয়বার দেবেন্দ্র ফড়নবীশকেই যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, তা-ও জানিয়ে দেন।
EiSamay.Com 1fcf9092239fb45c095643c14a5294fc


শিবসেনার মুখপত্র 'সামনা'র কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় রাউতকে দলের 'তোতা' হিসেবে উল্লেখ করে রবি রানা বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়নবীশই আবার দায়িত্ব নেবেন। শিবসেনার বিরুদ্ধে তোপ দেগে নির্দলীয় এই বিধায়কের দাবি, বিজেপির সঙ্গে জোট থাকার কারণেই ৫৬টি আসন পেয়েছে সেনা। তা না হলে, ২৫ আসনেও ওরা জিততে পারত না।

তিনি দাবি করেন, শিবসেনার ২৫ বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমার সঙ্গেও তাঁদের কথা হয়েছে। শিবসেনা বিরোধী আসনে বসতে চাইলে, ওই ২৫ সেনা বিধায়ক দেবেন্দ্র ফড়নবীশের সরকারে যোগ দেবেন। মহারাষ্ট্রে সরকার গঠনে দেরি হওয়ায় সেনাকেই দুষছেন রানা।

নির্দলীয় এই বিধায়কের কথায়, 'ভোটারদের মত উপেক্ষা করে মহারাষ্ট্রে সরকার গঠনের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শিবসেনা।' তাঁর আরও দাবি, ফড়নবীশ মুখ্যমন্ত্রী হওয়ার দু-মাসের মধ্যেই ২০-২৫ শিবসেনা বিধায়ক বিজেপির দিকে বসবেন।

শিবসেনা নেতা সঞ্জয় রাউতকে আক্রমণ করে রানা বলেন, সেনা সভাপতি উদ্ধব ঠাকরের উচিত সঞ্জয় রাউতের উপর রাশ টানা। বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সঙ্গে বৈঠকে উদ্ধব ঠাকরে ছিলেন, সঞ্জয় রাউত নন। ফলে, শিবসেনার হয়ে যা বলার, সেটা উদ্ধব ঠাকরের বলা উচিত।

শিবসেনার যদিও বক্তব্য, ওই বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ ভাগাভাগি করতে সম্মত হয়েছিল বিজেপি।

পরের খবর