অ্যাপশহর

কর্মফল! গাড়ি চড়েই দিল্লি যেতে হল বিমানকর্মী পেটানো শিবসেনা সাংসদকে

এয়ার ইন্ডিয়ার কর্মীকে চটিপেটা করে দেশজুড়ে নিন্দিত হলেও, এতটুকু লজ্জিত নন সাংসদ স্বয়ং।

EiSamay.Com 29 Mar 2017, 2:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একেই বলে উচিত শিক্ষা। বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিমানসংস্থা শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়কে ব্ল্যাকলিস্টেড করে দেওয়ায় সংসদের অধিবেশনে যোগ দিতে বাধ্য হয়ে গাড়ি চড়েই তাঁকে দিল্লি যেতে হল। এয়ার ইন্ডিয়ার কর্মীকে চটিপেটা করে দেশজুড়ে নিন্দিত হলেও, এতটুকু লজ্জিত নন সাংসদ স্বয়ং। সেজন্যই এখনও পর্যন্ত তিনি একবারও নিজের কর্মের জন্য ক্ষমা চাননি।
EiSamay.Com shiv sena mp ravindra gaikwad travels by car to delhi
কর্মফল! গাড়ি চড়েই দিল্লি যেতে হল বিমানকর্মী পেটানো শিবসেনা সাংসদকে


ওসমানাবাদের সাংসদের ঘনিষ্ঠ সূত্রের তরফে জানা গিয়েছে, 'গাড়ি চড়ে আজ দিল্লি যাচ্ছেন গায়কোয়াড়। তবে তিনি অধিবেশনের সময় পৌঁছতে পারবেন না।' দলের অনুমতি পেয়ে বৃহস্পতিবার তিনি সংসদের অধিবেশনে যোগ দেবেন।

আরও পড়ুন...শিবসেনা সাংসদের দাদাগিরি, ২৫ ঘা চটি বিমান কর্মীকে

হায়দরাবাদ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান AI 551-এ বুধবারে টিকিট বুক করেছিলেন শিবসেনা সাংসদ। তবে, তাঁর বুকিং বাতিল করে দেয় রাষ্ট্রীয় বিমানসংস্থা। গায়কোয়াড় মুম্বই থেকে দিল্লিগামী AI 806 বিমানেও বুধবারের আর একটি টিকিট বুক করেছিলেন। তবে সেটিও সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হয়।

একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ট্রেনেও মুম্বই থেকে দিল্লি যাওয়ার চেষ্টা করেন রবীন্দ্র গায়কোয়াড়। মঙ্গলবারের রাজধানী এক্সপ্রেসের ও-থ্রি কামরার রিজার্ভেশন চার্টে তাঁর নাম দেখা গিয়েছে। তবে, সূত্র জানিয়েছে, পরে গাড়ি চড়েই দিল্লি যান শিবসেনার এই সাংসদ।

গত বৃহস্পতিবার ইকনমি ক্লাসের আসন দেওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে ২৫ ঘা চটিপেটা করেছিলেন রবীন্দ্র গায়কোয়াড়।

খবরটি ইংরাজিতে পড়তে Click করুন

#Shiv Sena MP Ravindra Gaikwad, who has been barred by all major domestic airlines for assaulting an Air India duty manager, has chosen to travel by road to Delhi for the ongoing Parliament session.

#"Gaikwad is reaching Delhi by car today but will not attend the day's proceedings of the Lok Sabha," sources close to the beleaguered Osmanabad MP told PTI.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল