অ্যাপশহর

শিবসেনার 'দাদাগিরি'! ভয়ে গুরগাঁওয়ে ঝাঁপ নামাল KFC-সহ সব মাংসের দোকান

আইন-প্রশাসন এড়িয়ে শিবসেনাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিল, তা নিয়েই উঠছে প্রশ্ন।

EiSamay.Com 29 Mar 2017, 1:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের পর এ বার গুরগাঁও। অভিযোগ, গুরগাঁওয়ে জোর করে কমবেশি ৫০০ মাংসের দোকান বন্ধ করে দিয়েছে শিবসেনা। এর মধ্যে রয়েছে KFC-ও। শিবসেনার হুমকি দিয়েছে, নবরাত্রি চলছে। কোনও মাংসের দোকান খোলা যাবে না।
EiSamay.Com shiv sena forces kfc meat shops to shut in gurugram
শিবসেনার 'দাদাগিরি'! ভয়ে গুরগাঁওয়ে ঝাঁপ নামাল KFC-সহ সব মাংসের দোকান


কোনও মাংসের দোকান খোলা আছে কিনা, তা দেখতে রাস্তায় ঘুরছে প্রায় ২০০ শিবসৈনিক (শিবসেনা কর্মী সমর্থক)। গুরগাঁওয়ে শিবসেনার প্রেসিডেন্ট গৌতম সিনহার দাবি, 'পুরনো গুরগাঁওয়ে সব মাংসের দোকানের মালিকদের আমরা নোটিশ দিয়েছি। KFC-কেও নোটিশ দেওয়া হয়েছে। নবরাত্রি চলাকালীন মঙ্গলবার কোনও মাংসের দোকান খুলে রাখা যাবে না। যতদিন নবরাত্রি চলবে, এই নিয়ম জারি থাকবে।'

আইন-প্রশাসন এড়িয়ে শিবসেনাকে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কে দিল, তা নিয়েই উঠছে প্রশ্ন। গুরগাঁও পুলিশের ACP-PRO মণীশ সেহগাল জানাচ্ছে, বেআইনি ভাবে যারা জোর করে মাংসের দোকান বন্ধ করিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

স্টোরিটি ইংরেজিতে পড়তে ক্লিক করুন

# While Navratri sees 500 meat shops, including a KFC outlet, having been shut down by Shiv Sainiks, shop owners have been asked to shut their establishments on every Tuesday.
The Sena workers assembled at Palam Vihar on Tuesday and forced the closure of meat market and dhabas in others areas too.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল