অ্যাপশহর

ওডিশায় ফণীর ছোবলে মৃত বেড়ে ৮, জখম ১৫০

এদিন সকাল ৮টা নাগাদ পুরীতে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ফণী। তবে, অত্যন্ত শক্তিশালী এই ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যে আশ্চর্যজনক ভাবে প্রত্যাশার বেশিই শক্তিক্ষয় করেছে। তবে, আশঙ্কা করা হচ্ছে, খড়গপুর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় শক্তি আরও বাড়তে পারে।

EiSamay.Com 3 May 2019, 11:39 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকে ওডিশাকে লন্ডভন্ড করে বাংলার দিকে এগোচ্ছে ফণী। ঘণ্টায় ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত দেড় শতাধিক।
EiSamay.Com Fani 11


এদিন সকাল ৮টা নাগাদ পুরীতে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে ফণী। তবে, অত্যন্ত শক্তিশালী এই ঘূর্ণিঝড় কয়েক ঘণ্টার মধ্যে আশ্চর্যজনক ভাবে প্রত্যাশার বেশিই শক্তিক্ষয় করেছে। তবে, আশঙ্কা করা হচ্ছে, খড়গপুর দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের সময় শক্তি আরও বাড়তে পারে। জগন্নাথ দেবের শহর পুরী ভয়ানক ক্ষতিগ্রস্ত হলেও, রাজ্যের উপকূল অঞ্চলেও ক্ষয়ক্ষতি কম হয়নি।

ক্ষয়ক্ষতির বিশদ হিসেব রাজ্যের হাতে এখনও এসে পৌঁছয়নি। তবে, এখনও পর্যন্ত ওডিশার বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনের মৃত্যুর খবর মিলেছে। শুধু পুরীতেই ৩ জন মারা গিয়েছেন। এর মধ্যে এক কিশোরও রয়েছে। ভুবনেশ্বরে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। নয়াগড়ে কংক্রিটের চাঙড় পডে় মৃত্যু হয়েছে এক মহিলার।

অন্য দিকে, কেন্দ্রপাড়া ত্রাণশিবিরে হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন এক বৃদ্ধা। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়েক জানান, সাইক্লোন প্রথম আঘাত হানে পুরীতে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভয়ানক বিপর্যস্ত বিদ্যুত্‍‌ পরিষেবা। পুরো পরিকাঠামো ভেঙে পড়েছে। বিদ্যুত্‍‌ পরিকাঠামো ঠিক করতে, কয়েক'শো ইঞ্জিনিয়ার দুর্যোগ মাথায় নিয়ে কাজ করে চলেছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল