অ্যাপশহর

ফিরল ২০১৭-র লজ্জার স্মৃতি! ফের গণশ্লীলতাহানির ঘটনা বেঙ্গালুরুতে

২০১৭-র ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারজন্য পুলিশের উদ্যোগে মহিলা ও পুরুষদের জন্য আলাদা লেন তৈরি করা হয়েছিল। সেই বেড়া ভেঙে মহিলাদের শরীর ছুঁতে ঝাঁপিয়ে পড়ে বর্বর রা।

EiSamay.Com 1 Jan 2020, 2:29 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বছর ঘুরতেই ফের লজ্জার রাত্রি দেখল বেঙ্গালুরু। ২০১৭ সালের বর্ষশেষের রাতে গণশ্লীলতাহানির ঘটনা ফিরে এল প্রযুক্তির শহরে।
EiSamay.Com D7
ফাইল ছবি


বর্ষবরণের রাতে, বেঙ্গালুরুর করমঙ্গলার রাস্তায় মহিলাদের শ্লীলতাহানি করে একদল বর্বর। ঘটনার পরই ঘটনাস্থলে যান ডিঅসপি ইশা পন্থ। সেখানে আক্রান্তদের সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে, ব্রিগেড রোড ও এম জি রোডে, মধ্যরাতে যখন সকলে বর্ষবরণের উত্সবে মজে, সেই সময় সেখানে উপস্থিত মহিলাদের শ্লীলতাহানি করে একদল যুবক। ২০১৭-র ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তারজন্য পুলিশের উদ্যোগে মহিলা ও পুরুষদের জন্য আলাদা লেন তৈরি করা হয়েছিল। সেই বেড়া ভেঙে মহিলাদের শরীর ছুঁতে ঝাঁপিয়ে পড়ে বর্বর রা।

২০১৭ সালেও, ব্রিগেড রোড ও এম জি রোডে নিউ ইয়ারের রাতে গণশ্লীলতাহানির শিকার হন মহিলারা। সেইদিনও লেনের বেড়া ভেঙে মহিলাদের উপর চড়াও হওয়ার অভিযোগ করেছিলেন উপস্থিত মহিলারা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল