অ্যাপশহর

ভয়াবহ আগুনে ঝলসে মৃত ৩ শিশু-সহ ৭, গুরুতর আহত ৩

উদ্ধার কাজ শুরুর আগেই পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে তাঁরা পালিয়ে বাঁচতে পারেননি। আগুনেই ঝলসে মারা যান।

EiSamay.Com 18 May 2020, 3:46 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেল তিন শিশু-সহ সাতজন। সোমবার সকালেই এই ভয়াবহ কাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের গওয়ালিয়র জেলায়। জানা গেছে, তিনতলার একটি কমার্শিয়াল বিল্ডিংয়ে ভয়াবহ আগুন লাগে এদিন। ওই বিল্লিংয়ে মোট ২৫ জন বসবাস করেন।
EiSamay.Com fire
ছবিটি প্রতীকী


আগুন লাগার পরই সেখানে উপস্থিত হয় দমকলবাহিনী। জানা গেছে, ওই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে রয়েছে রঙের দোকান। ঘটনাটি ঘটেছে ইন্দরগঞ্জ স্কোয়ারের কাছে রোশনি ঘর রোডে।

জানা গিয়েছে, উদ্ধার কাজ শুরুর আগেই পাঁচজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে তাঁরা পালিয়ে বাঁচতে পারেননি। আগুনেই ঝলসে মারা যান। উদ্ধারকাজের জন্য স্থানীয় কয়েকজনকে বিল্ডিংয়ের পিছনের পাঁচিল থেকে নামিয়ে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পরিদর্শনে ঘনাস্থলে উপস্থিত ছিলেন জেলা আধিকারিক কৌশলেন্দ্র বিক্রম সিং ও এসপি নভনীত বাসিন। মৃতদের মধ্যে যাঁদের সনাক্ত করা গিয়েছে, তাঁরা হলেন- আরয়ান (১০), শুবি (১৩), আর্তি (৩৭), শকুন্তলা (৬০), আরাধ্যা (৪) প্রিয়াংকা (৩৫)। অন্যদিকে হরিওম (৫০), সাকেত (৩৬) ও গৌরভী (৭)-এঁদেরকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে।

এখনও পর্যন্ত এই ভয়াবহ আগুন কীভাবে লাগল তা পরিষ্কার নয়। ঘটনায় কোনও ব্যক্তিকে গ্রেফতার করেনি পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরটি ইংরেজিতে পড়ুন এখানে...

পরের খবর