অ্যাপশহর

শ্রীনগরে ED-র হাতে গ্রেপ্তার বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহ

কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Ei Samay 26 Jul 2017, 12:59 am
এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্ত্রাসবাদীদের অর্থ জোগানোর অভিযোগে এক দশক আগের অর্থপাচার সংক্রান্ত মামলায় সাবিরকে গ্রেপ্তার করা হয়েছে।
EiSamay.Com separatist leader shabir shah arrested by ed in srinagar
শ্রীনগরে ED-র হাতে গ্রেপ্তার বিচ্ছিন্নতাবাদী নেতা সাবির শাহ


ইডি সূত্রে খবর, কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতাকে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁকে দিল্লিতে এনে আদালতে পেশ করা হবে।

সৈয়দ আলি শাহ গিলানির জামাই -সহ সোমবারই সাত হুরিয়ত নেতাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী দল এনআইএ। তার ২৪ ঘণ্টার মধ্যেই আর এক বিচ্ছিন্নতাবাদী নেতাকে গ্রেপ্তার করলেন ইডি-র আধিকারিকরা।

সাবির শাহের বিরুদ্ধে বেশ কয়েকবার সমন জারি করেছিল ইডি। কিন্তু, তদন্তের জন্য ইডির মুখোমুখি হননি কাশ্মীরের এই বিচ্ছিন্নতাবাদী নেতা। প্রতিবার সমন পেয়ে তিনি এড়িয়ে গিয়েছেন।

জুলাইয়ের গোড়ায় দিল্লির আদালত শাহের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার পরেই শাহকে গ্রেপ্তার করতে তত্‍‌পরতা বাড়ায় ইডি।

Also Read: Separatist leader Shabir Shah arrested by ED in Srinagar

#Shah was arrested in connection with a money laundering case against him for alleged terror financing.
#A Delhi court had earlier issued a non-bailable warrant against the separatist leader.
#His arrest comes a day after NIA held 7 separatists for allegedly funding terror groups in J&K.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল