অ্যাপশহর

কাশ্মীরে আততায়ীর গুলিতে নিহত সাংবাদিক-সম্পাদক সুজাত বুখারি

এর আগে ২০০০ সালেও একবার টার্গেট করা হয়েছিল রাইজিং কাশ্মীর-এর সম্পাদককে।

EiSamay.Com 14 Jun 2018, 9:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীনগরে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের গুলিতে বৃহস্পতিবার নিহত হলেন 'রাইজিং কাশ্মীর'-এর সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারি। প্রেস এনক্লেভের মধ্যেই আততায়ীরা তাঁকে গুলি করেন। গুলি লাগে তাঁর ব্যক্তিগত দেহরক্ষীর গায়েও। দু-জনকে হাসপাতালে নিয়ে গেলে, সুজাত বুখারিকে মৃত বলে ঘোষণা করা হয়।
EiSamay.Com shujaat-bukhari


সূত্রের খবর, সশস্ত্র তিন-চার জনের একটা দল গুলিতে ঝাঁঝরা করে দেয় বর্ষীয়ান এই সাংবাদিককে।

সুজাত বুখারির মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধবও শোকপ্রকাশ করেছেন।

এর আগে ২০০০ সালেও একবার টার্গেট করা হয়েছিল রাইজিং কাশ্মীর-এর সম্পাদককে। তার পর থেকেই নিরাপত্তারক্ষী পাচ্ছিলেন বুখারি।

পুলিশ অফিসারের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, কাশ্মীরের লালচকের প্রেস এনক্লেভে, রাইজিং কাশ্মীর-এর অফিস চত্বরের বাইরে সুজাত বুখারির উপর হামলা হয়েছে। প্রখ্যাত এই সাংবাদিকের সঙ্গে তাঁর দেহরক্ষীও হামলায় নিহত হয়েছেন। জানা গিয়েছে, ঘটনার সময় ইফতার পার্টিতে যোগ দিতে যাচ্ছিলেন বুখারি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল