অ্যাপশহর

এবার বাবরি মসজিদ জমির অংশীদারিত্ব দাবি স্বঘোষিত মুঘল বংশধরের

আবেদনে তিনি জানিয়েছেন, বাবরি মসজিদ জমির মুতাওলি-শিপ (দেখভালের দায়িত্ব) তাঁকে দেওযা হোক। কারণ, তিনি মুঘল বংশের ষষ্ঠ প্রজন্মের উত্তরাধিকার।

EiSamay.Com 2 Nov 2017, 11:21 am
এই সময় ডিজিটাল ডেস্ক: এ বার অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদ এলাকার অংশদারিত্ব দাবি করলেন স্বঘোষিত মুঘল বংশধর প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন টুসি (৪২)। নিজেকে শেষ মুঘল সম্রাট বাহদুর শাহ জাফরের বংশোধর দাবি করে ইয়াকুবের বক্তব্য, 'আমার DNA পরীক্ষা করে দেখা গিয়েছে, আমি মুঘল বংশের।'
EiSamay.Com selfclaimed descendant of the last mughal emperor has staked claim over the babri masjid
এবার বাবরি মসজিদ জমির অংশীদারিত্ব দাবি স্বঘোষিত মুঘল বংশধরের


আরও পড়ুন: ​ বাবরি মসজিদ ধ্বংস জাতীয় গর্ব, আদিত্যনাথের পাঠ স্কুল পড়ুয়াদের

হায়দরাবাদের বাসিন্দা প্রিন্স ইয়াকুব একটি আবেদনপত্র পাঠিয়েছেন উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ডে। আবেদনে তিনি জানিয়েছেন, বাবরি মসজিদ জমির মুতাওলি-শিপ (দেখভালের দায়িত্ব) তাঁকে দেওযা হোক। কারণ, তিনি মুঘল বংশের ষষ্ঠ প্রজন্মের উত্তরাধিকার। ১৫ নভেম্বরের মধ্যে সুন্নি ওয়াকফ বোর্ডকে উত্তর দেওয়ারও দাবি করেছেন ইয়াকুব। উত্তর না-পেলে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও হুমকি দিয়েছেন।

আরও পড়ুন: ​ বাবরি মসজিদ মামলায় ২০ জনকে নোটিশ

ইয়াকুবের কথায়, 'আমার বংশের সম্পত্তির দাবি, আমি এবারই প্রথম করছি না। আগেও করেছি। হায়দরাবাদের একটি নগর দায়রা আদালতও আমার বংশের সম্পত্তির বিষয়ে অবগত। ওয়াকফ বোর্ডেরও উচিত আমার বংশের সম্পত্তি আমার দায়িত্বে দিয়ে দেওয়া।'

# Prince Yakub Habeebuddin Tucy (42), who lives in Hyderabad, calls himself the DNA-proven descendant of the Mughal emperor.
#Tucy said he has sent an application to UP Sunni Central Waqf Board, seeking mutawwali-ship (caretaker) of the site.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল