অ্যাপশহর

মুম্বইয়ের ফ্ল্যাটে ঢুকে প্রৌঢ়াকে ধর্ষণ, ধৃত রক্ষী

মানসিক অবসাদগ্রস্ত মহিলাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে।

EiSamay.Com 15 May 2018, 9:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মানসিক অবসাদগ্রস্ত মহিলাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ মঙ্গলবার এক যুবককে গ্রেপ্তার করেছে।
EiSamay.Com arrest


পুলিশ জানায়, মানসিক অবসাদের শিকার বছর তিপান্নর ওই মহিলা বান্দ্রার মাউন্ট মেরি চার্চের কাছে এক আবাসনে একাই থাকেন। তারই সুযোগ নেয় আবাসনের রক্ষী, বছর বত্রিশের যুবক রাম আচেবর। রাতের পর রাত ওই মহিলাকে সে যৌন নিগ্রহ করে।

শুক্রবারও একই উদ্দেশ্য নিয়ে রাত দেড়টা নাগাদ সে মহিলার ফ্ল্যাটে ঢুকেছিল। বাড়িতে যে ওই প্রৌঢ়ার মেয়ে রয়েছে, তা অভিযুক্ত জানতে পারেনি। শব্দ শুনে ওই মহিলার মেয়ের ঘুম ভেঙে যায়। নজরে পড়ে, অত রাতে কেউ একজন বাইরে থেকে ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করছে। ভয়ে ফোন করে, ওই আবাসনেরই কয়েক জনকে ডেকে আনেন তরুণী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায়, আবাসনের নিরাপত্তারক্ষীই বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছিল।

এর পরই অভিযুক্তকে জেরা শুরু হয়। ধৃত স্বীকার করে সে ওই প্রৌঢ়াকে একাধিকবার ধর্ষণ করেছে। পরে, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বান্দ্রা পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিগ্যাসাবাদ শুরু করেছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল