অ্যাপশহর

সরকারি সাহায্য় পাওয়া স্কুল-কলেজও RTI আইনের আওতায় পড়ে: সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে প্রতিষ্ঠানটির জন্য জমি কম দামে পাওয়াও সরকারি সাহায্যের নিদর্শন। সেই ক্ষেত্রেও এই সব প্রতিষ্ঠান অবশ্যই তথ্য জানার অধিকার আইনের আওতায় পড়ে।

EiSamay.Com 18 Sep 2019, 12:05 pm

হাইলাইটস

  • ডিএভি কলেজ ট্রাস্ট জানিয়েছিল যে তারা সরকারি প্রতিষ্ঠান নয়, তাই তথ্য জানার অধিকার আইনের আওতায় তারা পড়ে না।
  • সেই মামলার রায় দিতে গিয়ে এই কথা জানায় সুপ্রিম কোর্ট।
EiSamay.Com Supreme Court
সুপ্রিম কোর্ট
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সরকারি সাহায্য পেলে তথ্য জানার অধিকার আইনের আওতায় পড়বে স্কুল-কলেজ এবং অলাভজনক প্রতিষ্ঠানগুলিও। মঙ্গলবার এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। সরকারি সাহায্য পেলেই এই সব প্রতিষ্ঠানগুলি তথ্য জানাতে বাধ্য বলে জানিয়েছে শীর্ষ আদালত।
সুপ্রিম কোর্টের বিচারপতি দীপক গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোসের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে প্রতিষ্ঠানটির জন্য জমি কম দামে পাওয়াও সরকারি সাহায্যের নিদর্শন। সেই ক্ষেত্রেও এই সব প্রতিষ্ঠান অবশ্যই তথ্য জানার অধিকার আইনের আওতায় পড়ে। সাধারণ মানুষ এর সম্পর্কে তথ্য জানতে চাইতেই পারেন। সেই তথ্য এই সব প্রতিষ্ঠানগুলিতে দিতেই হবে।

ডিএভি কলেজ ট্রাস্ট জানিয়েছিল যে তারা সরকারি প্রতিষ্ঠান নয়, তাই তথ্য জানার অধিকার আইনের আওতায় তারা পড়ে না। সেই মামলার রায় দিতে গিয়ে এই কথা জানায় সুপ্রিম কোর্ট। ডিএভি কলেজ ট্রাস্টের আবেদন খারিজ হয়ে যায় শীর্ষ আদালতে।

পরের খবর