অ্যাপশহর

আম্মার জন্মদিন পালনে জেল থেকে চিন্নাম্মার চিঠি

২৪ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ঘটা করে পালন করতে হবে আম্মার জন্মদিন৷

EiSamay.Com 22 Feb 2017, 12:06 pm
সংবাদসংস্থা, বেঙ্গালুরু: ২৪ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ঘটা করে পালন করতে হবে আম্মার জন্মদিন৷ কর্নাটকের জেলে বসেই চিঠিতে দলীয় নেতা -কর্মীদের নির্দেশ পাঠালেন শশিকলা৷ জেলবন্দি নেত্রী জানিয়েছেন সেদিন তামিলনাড়ু জুড়ে যেন একাধিক জনকল্যাণকর কর্মসূচি নেয় দল৷
EiSamay.Com sasikalas letter from jail to aiadmk workers celebrate ammas birthday in grand style on february 24
আম্মার জন্মদিন পালনে জেল থেকে চিন্নাম্মার চিঠি


সেই সঙ্গে চিঠিতে পন্নিরসেলভামের ওপর একরাশ ক্ষোভ উগরে দেন শশী৷ বলেন এমজিআর এবং আম্মার ঐতিহ্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে কিছু বিদ্রোহী৷ চিঠিতে শশী লেখেন , ‘আমরা বিশ্বাসঘাতকদের হারিয়েছি৷ এমজিআরের ঐতিহ্য ও আম্মার কঠোর পরিশ্রমের সঙ্গে তঞ্চকতা করছিল ওরা৷ আমরা এমজিআরের জন্মশতবর্ষও খুব বড় করে পালন করব৷ আপনাদের বলছি আম্মার জন্মদিনে রাজ্যজুড়ে নানাবিধ কর্মসূচিতে অংশ নিন৷ ’ শশীর ভাইপো তথা এডিএমকে উপ -সাধারণ সম্পাদক টি টি ভি দিনকরণ কর্নাটকের জেল থেকে ঘুরে আসার পর দিনই এই চিঠি প্রকাশ্যে এল৷ দলের তরফে জানানো হয়েছে আম্মার জন্মদিনে দলীয় সদর কার্যালয়ে জয়ললিতার ছবিতে মালা পরানোর দায়িত্ব দেওয়া হয়েছে প্রেসিডিয়াম চেয়ারম্যান কে এ সেনগোত্তিয়ানকে৷

তবে আম্মার জন্মদিন পালনের পাশাপাশি দশ কোটি টাকা জরিমানার বিষয়টিকেও মাথায় রাখতে হচ্ছে শশিকলাকে৷ কর্নাটকের পারাপ্পানা অগ্রহরা জেল সুপারিন্টেনডেন্ট কৃষ্ণ কুমার জানিয়েছেন , ‘দশ কোটি জরিমানা না -দিলে আরও ১৩ মাস জেল খাটতে হবে শশিকলাকে৷ ’ চার বছরের কারাদণ্ডের পাশাপাশি শশীকে দশ কোটি টাকা জরিমানা করে সুপ্রিম কোর্ট৷

এমনিতে শশীর কারাদণ্ডের মেয়াদ বাকি আর ৩ বছর ১১ মাসের মতন৷ কারণ নিম্ন আদালতের রায় বেরনোর পর ২০১৪ -য় এই পারাপ্পানা অগ্রহরা জেলেই ২১ দিন আম্মার সঙ্গে কাটিয়েছিলেন শশিকলা৷ কিন্ত্ত দশ কোটির বন্দোবস্ত না -হলে তা আরও ১৩ মাস বাড়বে৷ কুমার জানান জেলের মহিলাদের ওয়ার্ডে একটি ছোট্ট সেলে বৌদি ইলাভারাসির সঙ্গে রয়েছেন শশিকলা৷ সুধাকরণকে পাঠানো হয়েছে ছেলেদের ওয়ার্ডে৷ কোনও বাড়তি সুযোগ - সুবিধা শশী যে পাচ্ছেন না এ দিন ফের একবার তা জানিয়ে দেন জেল সুপার৷ বলেন , ‘আর পাঁচজনের মতো জেলের খাবারই দেওয়া হচ্ছে শশিকলাকে৷ প্রতিদিন জেলের ডাক্তার এসে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে যান৷ টিভি দেখতে চাইলে বাকি বন্দিদের সঙ্গে হলঘরে বসেই তা দেখতে হয় শশিকলাকে৷ ’ইতিমধ্যেই আইনজীবীরা কর্নাটকের বদলে চেন্নাইয়ের জেলে শশীকে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন বলে খবর৷ আইন মোতাবেক সেই আবেদন হয় জেল সুপার অথবা কর্নাটকের আইন মন্ত্রীকে করতে হয়৷ এ বিষয়ে অবশ্য মুখ খুলছে না দল৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল