অ্যাপশহর

একুশের মহাযুদ্ধের আগেই তামিলনাড়ুর রাজনীতি থেকে সন্ন্যাস শশীকলার

তামিলনাড়ু ভোটের আগে রাজনৈতিক মহলকে চমকে দিয়ে অবসর ঘোষণা শশীকলার (VK Sasikala).... জয়ললিতার (Joylalitha) ছায়াসঙ্গী এই নেত্রী কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পয়েছেন

EiSamay.Com 3 Mar 2021, 11:01 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সামনেই নির্বাচনী লড়াই। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর পরই তামিলনাড়ুর রাজনৈতিক মহলকে চমকে দিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ালেন ভিকে শশীকলা। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী তথা AIDMK নেত্রী জয়ললিতার ঘনিষ্ঠ বান্ধবীর অবসর গ্রহণে হতভম্ব রাজনৈতিক মহল।
EiSamay.Com Sasikala
ভিকে শশীকলা


ইস্তফাপত্রে শশীকলা লিখেছেন, 'আমি কোনদিনই ক্ষমতা ও পদের পিছনে দৌঁড়ায়নি। জয়াদি (জয়ললিতা) যখন ছিলেন তখনও যে কাজ করিনি তা আজও করব না। আমি রাজনীতি ছাড়ছি। আমি প্রার্থনা করব যেন জয়ললিতার পার্টিই জেতে। ওঁর লিগাসি যেন আরও এগিয়ে যায়।'

মাস পুরোলেই ভোট। তার আগেই সমস্ত জল্পনায় জল ঢেলে রাজনীতি থেকেই অবসর ঘোষণা করলেন প্রাক্তন AIDMK প্রধান। জয়ললিতার মৃত্যুর পর AIDMK-এর ভার নিজের কাঁধে তুলে নেন শশীকলা। কিন্তু দলের অন্দরে তাঁর অতিসক্রিয়তা ভালো চোখে দেখেননি অনেক প্রবীণ নেতাই। পরবর্তীকালে তাঁকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়। ভোটের আগেই জেল থেকে শশীকলা মুক্ত হওয়ায় মনে করা হচ্ছিল, ভোটের আগে নিজের হৃত আসন যোগ্যতার সঙ্গে পাওয়ার লক্ষ্যেই ঝাঁপাবেন । কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমানকে ভুল প্রমাণিত করে রাজনীতি থেকেই সরে গেলেন শশীকলা।

টাটকা ভিডিয়ো খবর পেতে সাবস্ক্রাইব করুন এই সময় ডিজিটালের YouTube পেজে। সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল