অ্যাপশহর

Maharashtra-র মহাসংকটের মাঝেই Shiv Sena মুখপাত্র Sanjay Raut-কে তলব ED-র

Maharashtra Political Crisis: সরকারে থাকতে চলছে দর কষাকষি থেকে দড়ি টানাটানি। জল গড়িয়েছে কোর্টের দরজা পর্যন্ত। এর মাঝেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে (Shiv Sena's Sanjay Raut) তলব ইডির

Produced byএলিনা দত্ত | EiSamay.Com 27 Jun 2022, 3:52 pm
শিবসেনার অন্যতম উজ্জ্বল মুখকে এবার সমন কেন্দ্রীয় সংস্থার। মহারাষ্ট্রে সরকার নিয়ে দড়ি টানাটানির মাঝে এবার ইডি-এর [Enforcement Directorate (ED)] তলব শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ডানহাত সঞ্জয় রাউতের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে খবর। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হাজিরা দেওয়ার নির্দেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের।

Rajasthan: গেহলট সরকার পতনে ষড়যন্ত্রের অভিযোগ! সচিন পাইলটকে নিশানা মুখ্যমন্ত্রীর

মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থির পরিবেশের পিছনে কলকাঠি নাড়ছে বিজেপি, প্রথম থেকে অভিযোগ তুলেছে ঠাকরে শিবির। সঞ্জয় রাউত (Shiv Sena's Sanjay Raut) নিজেই অভিযোগ করেছেন, ইডি, সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থার (ED, CBI and other central agencies) ভয় দেখিয়ে দল ভাঙাচ্ছে বিজেপি। এই পদক্ষেপে শিবসেনা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছে।

ইডি-এর সমন পেয়ে হুঙ্কার শিবসেনা নেতার। সঞ্জয় রাউত বলেন, ''দরকার পড়লে আমাকে গ্রেফতার করুন।'' তাঁর অভিযোগ, বিজেপি সরকার ষড়যন্ত্র করছে। সেনাকে দুর্বল করতে কেন্দ্রীয় সংস্থার ভয় দেখাতে চাইছে। এভাবেই বিধায়কদের ভয় দেখিয়ে সরকারকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে BJP। তাঁর মন্তব্য, ''আমার গর্দান নিলেও আমি গুয়াহাটির রাস্তায় যাব না।'' বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশকে (BJP leader Devendra Fadnavis) ট্যাগ করে টুইট করেন রাজ্যসভার সাংসদ।

বিদ্রোহীদের মন্ত্রিত্ব ছিনিয়ে নিল Uddhav Thackeray সরকার! সংখ্যাগরিষ্ঠতা নেই বলে পালটা সুপ্রিম কোর্টে Eknath Shinde


রণংদেহী মেজাজে উদ্ধব পুত্র আদিত্য ঠাকরে। বাবার পাশে থেকে শনিবারই একনাথ শিন্ডে-র গোষ্ঠীকে কড়া বার্তা দিয়েছিলেন। রবিবার ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জ। সাহস থাকলে শিবসেনা ছেড়ে রাজনৈতিক লড়াই করুন, বার্তা আদিত্যর। রবিবার সন্ধেয় শিন্ডে শিবির সুপ্রিম কোর্টে আবেদন করে। তাদের বক্তব্য, শিন্ডে-সহ ১৬ জনকে বরখাস্ত করার যে নোটিস ডেপুটি স্পিকার দিয়েছেন, তা অবৈধ। এই বিষয়ে ডেপুটি স্পিকার যাতে কোনও সিদ্ধান্ত নিতে না-পারেন, সে জন্য নিষেধাজ্ঞা জারি করুক সুপ্রিম কোর্ট। কারণ ডেপুটি স্পিকারের বিরুদ্ধেই অনাস্থা আনা হয়েছে, আবার উনি নিজেই তা খারিজ করেছেন। কিন্তু তা নিয়ে যতক্ষণ না চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে, তত ক্ষণ পর্যন্ত স্থিতাবস্থা বজায় থাক। এখানেই শেষ নয়, অজয় চৌধুরিকে বিধানসভায় শিবসেনার নেতা মনোনয়ন করাকেও সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে শিন্ডে শিবির।
লেখকের সম্পর্কে জানুন
এলিনা দত্ত
ডিজিটাল মিডিয়ায় ১১ বছরেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন এলিনা। এই সময় ডিজিটাল দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করছেন গত আড়াই বছর যাবত। এর আগে কাজ করেছেন News18 বাংলা ওয়েবসাইটে। জেলার খুঁটিনাটি সংবাদ থেকে দেশ দুনিয়ার বিভিন্ন খবর ও অভিনব তথ্যের চর্চায় সর্বদা ব্যাপ্ত থাকেন। এছাড়া ক্রিকেট ও বিনোদন জগৎ নিয়ে তাঁর বিশেষ আগ্রহের কারণে নিত্যনতুন খবর খোঁজা তাঁকে পেশাদার সাংবাদিক হিসেবে সমৃদ্ধ করে। একজন দক্ষ সংবাদদাতা হিসেবে এলিনার প্রধান উদ্দেশ্য ও অগ্রাধিকার তাজা, বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল যাচাই করে পাঠকের কাছে দ্রুত পৌঁছে দেওয়া। বিভিন্ন বিষয়ে পড়াশোনার খিদে তাঁকে মনোযোগী পাঠক করে তুলেছে। ছুটি পেলে ভালোবাসেন সপরিবারে ভ্রমণে যেতে।... আরও পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল