অ্যাপশহর

সুদর্শনের বার্তা: আলো থাক, আনন্দ থাক, দূষণ নয়!

প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ভার মানুষেরই। দূষণমুক্ত সমাজ গড়তে দিওয়ালির দিন আতসবাজি না পোড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রতিবছর দিওয়ালির দিন আতসবাজি পোড়ানোর কারণে অত্যাধিক দূষণের সৃষ্টি হয়। আর

EiSamay.Com 19 Oct 2017, 4:43 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিটি বিশেষ দিনে পুরীর সৈকতে নিজ শিল্পের মাধ্যমে বিশ্বকে এক একটি বার্তা দেন বিশিষ্ট বালুশিল্পী সুদর্শন পট্টনায়ক। এবারেও ব্যতিক্রম নেই। প্রতিবছরের মথো এবারের দিওয়ালিতেও সৈকতের বালি দিয়ে তৈরি করেছেন সুন্দর বালুশিল্পকার্য।
EiSamay.Com sand artist sudarsan pattnaik has sent out a message against the use of crackers this diwali
সুদর্শনের বার্তা: আলো থাক, আনন্দ থাক, দূষণ নয়!


প্রকৃতির ভারসাম্য রক্ষা করার ভার মানুষেরই। দূষণমুক্ত সমাজ গড়তে দিওয়ালির দিন আতসবাজি না পোড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, প্রতিবছর দিওয়ালির দিন আতসবাজি পোড়ানোর কারণে অত্যাধিক দূষণের সৃষ্টি হয়। আর এই কারণেই বহু পশু-পাখি ও মানুষের পাশাপাশি প্রকৃতিও অসুস্থ হয়ে পড়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে দিওয়ালির দিন শব্দবাজি ও আতসবাজি পোড়ানো নিষিদ্ধ হয়েছে রাজধানীতে।








শুধু দিল্লি-ই নয়, ভারতের প্রধান শহরগুলিতেও এই নিয়ম চালু করার আহ্বান জানিয়েছেন বহু পরিবেশবিদ। এদিন পট্টনায়কের তৈরি করা বালু-ভাস্কর্যের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল