অ্যাপশহর

পোচিং মামলায় হাইকোর্টে বেকসুর খালাস সলমন

হিট-অ্যান্ড-রান মামলার পর ব্ল্যাকবাক ও চিঙ্কারা হত্যা মামলায় বেকসুর খালাস সলমন খান।

EiSamay.Com 24 Dec 2016, 9:09 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: হিট-অ্যান্ড-রান মামলার পর ব্ল্যাকবাক ও চিঙ্কারা হত্যা মামলাতেও বেকসুর খালাস সলমন খান। দাবাং স্টারকে স্বস্তি দিয়ে সোমবার এই রায় দিয়েছে রাজস্থান হাইকোর্ট।
EiSamay.Com salman khan acquitted in blackbuck chinkara poaching cases
পোচিং মামলায় হাইকোর্টে বেকসুর খালাস সলমন


নিম্ন আদালত বজরঙ্গি ভাইজানকে ব্ল্যাকবাক মামলায় এক বছরের ও চিঙ্কারা শিকার মামলায় ৫ বছরের হাজতবাসের সাজা শুনিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সলমন। সেই আবেদনে সাড়া দিয়ে তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দিল আদালত।

এই দুটি মামলার শুনানিই শেষ হয়েছিল গত মে মাসের শেষ সপ্তাহে। দুটি মামলায় সলমন ছাড়াও অভিযোগ ছিল আরও সাতজনের বিরুদ্ধে।

১৯৯৮ সালের ২৬ সেপ্টেম্বর জোধপুর থেকে কিছুটা দূরে গুলি করে হত্যা করা হয় একটি কৃষ্ণসার হরিণ। আরেকটি খুন হয় তার ঠিক দুদিন পর ঘোড়া ফার্মসে। হাম সাথ সাথ হ্যায়ের শ্যুটিং-এর সময় এই দুটি লুপ্তপ্রায় প্রাণী শিকার করার অভিযোগ ওঠে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল