অ্যাপশহর

মৃত জঙ্গি কি তবে ISIS নয়?

লখনউয়ে গুলির লড়াইয়ে মৃত জঙ্গি সফিউল্লার সঙ্গে আইসিস-এর কোনও যোগাযোগ নেই বলেই মনে করছে পুলিশ।

EiSamay.Com 8 Mar 2017, 7:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: চব্বিশ ঘণ্টা কাটার আগেই বদলে গেল পরিচয়। লখনউয়ে গুলির লড়াইয়ে মৃত জঙ্গি সফিউল্লার সঙ্গে আইসিস-এর কোনও যোগাযোগ নেই বলেই মনে করছে পুলিশ।
EiSamay.Com saifullah was self radicalised no evidence of isis link up police
মৃত জঙ্গি কি তবে ISIS নয়?


মঙ্গলবার লফনউয়ের হাজি কলোনিতে দিনভর গুলির লড়াইয়ের পরে মৃত্যু হয় সফিউল্লা নামে এক জঙ্গির। পুলিশ জানায়, মৃত জঙ্গির সঙ্গে আইসিস-এর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সেই সঙ্গে জানানো হয়, মধ্যপ্রদেশে ট্রেনে বিস্ফোরণ ঘটানোর পিছনেও তার হাত রয়েছে। মৃতের ডেরা থেকে উদ্ধার করা হয় আইসিসের পতাকা ও একাধিক পুস্তিকা। পাওয়া যায় ৮টি পিস্তল, ৬৫০ রাউন্ড গুলি, ৫০টি ফাঁকা কার্তুজ, বিস্ফোরক পদার্থ, বোমা তৈরির সরঞ্জাম, পেলেট গানের গুলি, টাইমার, সংযোগকারী তার, বিদেশি মুদ্রা, পাসপোর্ট, মোবাইল ফোনের সিম কার্ড ও ৪৫ গ্রাম সোনা।

কিন্তু বুধবার সফিউল্লা সম্পর্কে ভিন্ন বয়ান দিয়েছে ইউপি পুলিশ। এদিন রাজ্যের এডিজি (আইন শৃঙ্খলা) দলজিত চৌধুরী জানিয়েছেন, 'মৃতের আস্তানা তল্লাশি করার পরে আইসিসিসের সঙ্গে যোগাযোগের কোনও প্রমাণ পাওয়া যায়নি।' এনকাউন্টার চলার সময় গ্রেপ্তার করা হয় সইফুল্লার দুই সঙ্গী ফইজান ও ইমরানকে। তাদের জেরা করে জানা যায়, গত ২ মাস যাবত হাজি কলোনির বাড়িতে তারা তিনজন ঘাঁটি গেড়েছিল। মনে করা হচ্ছে, তোনও সংগঠনের আঁওতায় না থেকে তারা স্বাধীন ভাবে সন্ত্রাসের জাল বিস্তার করার পরিকল্পনা করেছিল।

মঙ্গলবার মধ্যপ্রদেশের ট্রেণ বিস্ফোরণে আইসিসের 'খোরাসান' গোষ্ঠীর যোগাযোগ রয়েছে বলে প্রমাণ পাওয়া গিয়েছে বলে গোয়েন্দাদের দাবি। ওই হামলার মূল মস্তিষ্ক আলিগড় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আতিফ মুজাফ্ফর রফে আল-কাসিমকে মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ গ্রেপ্তার করেছে ইউপি এটিএস। সেই সঙ্গে গ্রেপ্তার হয়েছে ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন দানিশ আখতার ওরফে জাফর এবং সৈয়দ মির হুসেন ওরফে হামজা।

# Although not directly linked to ISIS, the police found plenty of the terror group's literature in the house that Saifullah had been staying in.
# ISIS's Khorasan module, that police think Saifullah may have been a part of, has become an "umbrella organization" for disparate movements.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল