অ্যাপশহর

#NoteBan-এর গেরোয় কেন্দ্রীয় মন্ত্রীও, হাসপাতাল নিল না ৫০০-১০০০

নোট বাতিলের যন্ত্রণা টের পেলেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া।

EiSamay.Com 23 Nov 2016, 6:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে জেরবার সাধারণ মানুষ। কিন্তু, এর আঁচ যে মন্ত্রী, আমলাদের গায়ে লাগছে না, তা নয়। এরই প্রমাণ মিলল কর্নাটকে। নোট বাতিলের যন্ত্রণা টের পেলেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া।
EiSamay.Com sadananda gowda settles hospital bills of dead brother by cheque
#NoteBan-এর গেরোয় কেন্দ্রীয় মন্ত্রীও, হাসপাতাল নিল না ৫০০-১০০০


৫০০ ও ১০০০ টাকার পুরোনো নোট দিয়ে হাসপাতালে বিল মেটাতে যান কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী সদানন্দ গৌড়া। কিন্তু, হাসপাতালের তরফে তাঁকে সাফ জানিয়ে দেওয়া হয়, পুরোনো নোট গ্রহণ করা হবে না। এই নিয়ে তর্কাতর্কির পর বাধ্য হয়ে চেকে বিল মেটান কেন্দ্রীয় মন্ত্রী।

বেশ কয়েকদিন অসুস্থ থাকায় মেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর ভাই ভাস্কর গৌড়া। মঙ্গলবার জন্ডিসে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। ভাইয়ের মৃতদেহ হাসপাতাল থেকে নিয়ে যাতে আসেন মন্ত্রী সদানন্দ গৌড়া। চিকিৎসা চলাকালীন বিল মেটানোর সময় পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট ব্যবহার করেন কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু, হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে সাফ জানিয়ে দেয়, এই নোট চলবে না। মন্ত্রী তাদের জানান, সরকার জানিয়েছে হাসপাতালে পুরোনো নোট আপাতত চলবে। উত্তরে তাঁকে জানানো হয়, শুধুমাত্র সরকারি হাসপাতালে ২৪ নভেম্বর পর্যন্ত বাতিল নোট গ্রহণের নির্দেশিকা জারি হয়েছে। বেসরকারি হাসপাতালের জন্য সরকার কোনো নির্দেশিকা জারি করেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে চেকে বিল মেটান কেন্দ্রীয় পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রী।

কিন্তু, গোটা ঘটনায় যরপরনাই বিরক্ত সদানন্দ গৌড়া। বিষয়টি তিনি কেন্দ্রের কাছে জানাবেন বলে সাংবাদিকদের সামনে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

তথ্য সৌজন্য : বিজয় কর্নাটক

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল