অ্যাপশহর

পাঁচ দিনের জন্যে খুলছে শবরীমালা মন্দির, মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ...

করোনা পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছিল সব ধর্মস্থান। দীর্ঘ সাত মাস পর, দেশের বিভিন্ন প্রান্তের ধর্মস্থান ধীরে ধীরে খুলছে। সেই তালিকায় রয়েছে কেরালার শবরীমালা মন্দিরও।

EiSamay.Com 16 Oct 2020, 12:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মার্চ মাসে করোনা সংক্রমণ থাবা বসানোর পর দেশের অন্যান্য সব ধর্মস্থানের মতোই ভক্তদের জন্যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল কেরালার শবরীমালা মন্দিরের। দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে চলেছে মন্দিরের দরজা। আজ শুক্রবারই আয়াপ্পা দর্শনে মন্দিরে প্রবেশ করতে পারবেন ভক্তরা। উল্লেখ্য, গত ২৪ মার্চ থেকে বন্ধ ছিল শবরীমালা মন্দির (Sabarimala Temple)।
EiSamay.Com sabarimala temple reopens on friday for 5 days keeping all covid-19 protocols
দরজা খুলছে শবরীমালা মন্দিরের


শুক্রবার থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের জন্যে বিকেল পাঁচটায় খোলা হবে মন্দিরের দরজা। তবে ভক্তরা মন্দিরে প্রবেশাধিকার পাবেন শনিবার ভোর পাঁচটা থেকে। এই মন্দিরের ট্রাস্টি বোর্ড Travancore Devaswom Board-এর তরফে জানানো হয়েছে শনিবারই মালয়লী মাস থুলাম শুরু হচ্ছে। তাই সেদিন থেকেই ভক্তদের দর্শন দেবেন প্রভু আয়াপ্পা।

তবে মন্দিরে প্রবেশের আগে প্রত্যেক ভক্তকে দেখাতে হবে তাঁর কোভিড নেগেটিভ টেস্ট রিপোর্ট। মন্দিরে আসার ৪৮ ঘন্টা আগে করাতে হবে এই পরীক্ষা। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ী বিজয়ন জানিয়েছেন, ইচ্ছে হলেই মন্দিরের বাইরে ভিড় জমানো যাবে না। আগে থেকে ভার্চুয়াল কিউ পদ্ধতির মাধ্যমে দর্শনের তারিখ এবং সময় বেছে নিতে হবে। তার আগে বা পরে এলে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা।

আরও পড়ুন: কেরালায় নারী-সমতা শুধু তথ্যে আর ইস্তেহারে?

শবরীমালা মন্দিরের পথে মহিলা, মুখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে চলল হামলা

এখানেই শেষ নয়। কোভিড পরিস্থিতিতে বাড়তি সাবধানতা অবলম্বনের জন্যে ভক্তদের সঙ্গে রাখতে হবে চিকিত্‍সকের থেকে লেখানো ফিট সার্টিফিকেট, যেখানে উল্লেখ থাকবে তাঁরা ট্রেক করার জন্যে সুস্থ। দর্শনে যাতে কোনও ভক্তকে কোনওরকম অসুবিধেয় পড়তে না হয়, তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিদিন মাত্র ২৫০ ভক্তকে মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হবে। মন্দিরে প্রবেশের সময়ে যাতে অক্ষরে অক্ষরে প্রত্যেক কোভিড বিধিনিষেধ মানা হয়, তা নিশ্চিত করতে মোতায়েন করা হবে যথেষ্ট সংখ্যক পুলিশ কর্মী। নতুন নিয়ম অনুযায়ী ১০ থেকে ৬০ বছর বয়সীরাই মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। প্রত্যেককের মাস্ক পরা বাধ্যতামূলক। সঙ্গে রাখতে হবে হ্যান্ড স্যানিটাইজার এবং হাতে পরে থাকতে হবে দস্তানা। অন্যদিকে, কোভিড-১৯-এর মধ্যেই নবরাত্রি উপলক্ষ্যে তৈরি হচ্ছে পঞ্চকুলার মাতা মনসা দেবী মন্দির।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর