অ্যাপশহর

প্রবল শোরগোলের মধ্যে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল বিতর্কিত RTI বিল

বিরোধীদের বক্তব্য, সংশোধিত বিলে আরটিআইয়ের স্বাধীনতা খর্ব হবে। কেন্দ্রীয় হস্তক্ষেপে আরটিআই কর্তৃপক্ষ স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। যদিও, মোদী সরকারের বক্তব্য, তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না। শুধুমাত্র কতগুলি বিশৃঙ্খলা ঠিক করা হচ্ছে।

EiSamay.Com 25 Jul 2019, 9:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বিরোধীদের তীব্র আপত্তি উপেক্ষা করেই বৃহস্পতিবার রাজ্যসভায় পাশ হয়ে গেল তথ্য জানার অধিকার (RTI) সংশোধনী বিল। সংশোধনী বিল পাশ হওয়ার আগেই বিরোধীরা ওয়াকআউট করেন।
EiSamay.Com rajya-sabha-fb-780x405


RTI-এর প্রস্তাবিত সংশোধনীর মধ্যে রয়েছে রাজ্য ও কেন্দ্রের তথ্য কমিশনারের বেতন ও মেয়াদ। বর্তমানে তথ্য কমিশনারের কাজের মেয়াদ পাঁচ বছর। তবে, সংশোধিত বিলে প্রস্তাব রয়েছে, 'কেন্দ্রীয় সরকারের মতানুযায়ী মেয়াদকাল' হতে পারে। বেতনও নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, তথ্য কমিশনারের বেতন নির্বাচন কমিশনের আধিকারিকদের সমান।

বিরোধীদের বক্তব্য, সংশোধিত বিলে আরটিআইয়ের স্বাধীনতা খর্ব হবে। কেন্দ্রীয় হস্তক্ষেপে আরটিআই কর্তৃপক্ষ স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে পারবে না। যদিও, মোদী সরকারের বক্তব্য, তথ্য কমিশনারের ক্ষমতা কমানো হচ্ছে না। শুধুমাত্র কতগুলি বিশৃঙ্খলা ঠিক করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিরোধীদের আশ্বস্ত করতে বলেন, 'আমরা কোনও ভাবে হস্তক্ষেপ করছি না। প্রতিষ্ঠানের স্বশাসনে প্রভাব পড়ার মতো কিছু করা হবে না।'

আরটিআই বিল পাশ করতে এদিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তত্‍‌পর হতে দেখা যায়। বিজু জনতা দলের সমর্থন চেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে কথা বলেন মোদী। তার মধ্যেই ওয়াকআউট করে কংগ্রেস।

এদিন RTI সংশোধনী আইন নিয়ে সংসদে ব্যাপক হট্টগোল হয়। বিরোধীরা দাবি তুলেছিলেন, বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাতে হবে। কিন্তু, বিরোধীদের আপত্তিতে কর্ণপাত না-করে, সংখ্যাগরিষ্ঠতা থাকায় সোমবার বিলটি লোকসভায় পাশ করিয়ে নিয়েছিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার রাজ্যসভাতেও নির্বিঘ্নে পাশ হয়ে গেল বিলটি।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল