অ্যাপশহর

দর্জির দোকান থেকে উদ্ধার বাতিল নোটে ৪৫ কোটি!

বৃহস্পতিবার কোডামবাক্কমে জাকারিয়া কলোনির একটি দর্জির দোকান থেকে উদ্ধার করা হল বাতিল নোটে প্রায় ৪৫ কোটি টাকা

EiSamay.Com 19 May 2017, 7:44 am
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার কোডামবাক্কমে জাকারিয়া কলোনির একটি দর্জির দোকান থেকে উদ্ধার করা হল বাতিল নোটে প্রায় ৪৫ কোটি টাকা
EiSamay.Com rs 45 crore in old notes seized from chennai tailors shop
দর্জির দোকান থেকে উদ্ধার বাতিল নোটে ৪৫ কোটি!


সুত্রের খবর পেয়ে ডেপুটি কমিশনার টি নাগরের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় এই দোকানে যেখানে পুলিশের ইউনিফর্ম তৈরি করা হয়। চারটি বস্তায় ৫০০ এবং ১০০০ টাকার নোট ভরা ছিল।


পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর দোকানের মালিক ধান্দাপানি জানিয়েছেন, পোন্ডি বাজারের এক প্রোমোটার পাঠান গিলানি তাকে বস্তা ভর্তি টাকার ব্যাগ রাখতে দিয়েছিল। তবে পুলিশের অনুমান ধান্দাপানি নোট লেনদেনের দালাল হিসেবে কাজ করে। আরবিআই-তে এই সব টাকা জমা করেছে পুলিশ। এই কেসটি আয়কর দপ্তর এবং ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের হাতে তুলে দেবে পুলিশ।


খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন


# Police seized Rs 45 crore in demonetised currency notes from a shop in Zackariah Colony

# The owner Dhandapani, who was taken into custody, told police that a realtor had given him the money

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল