অ্যাপশহর

'নির্মল গঙ্গা'য় বরাদ্দ ₹২৫০০ কোটিতে হাতই পড়েনি, বলছে CAG

তার মধ্যে ৫০টি প্রকল্প ছাড়পত্র পেয়ে যায় ২০১৪-র পয়লা এপ্রিল।

EiSamay.Com 20 Dec 2017, 2:27 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ক্ষমতায় আসার আগে থেকেই বিজেপি-র অন্যতম নির্বাচনী এজেন্ডা ছিল গঙ্গা পরিষ্কার। 'নমামি গঙ্গে প্রকল্প' নিয়ে সরকারি তত্‍‌পরতাও চোখে পড়ার মতো। কিন্তু বছর শেষে হাতে রইল পেনসিল! গঙ্গা পরিষ্কারের জন্য বরাদ্দ ২ হাজার ৫০০ কোটি টাকায় হাতই পড়েনি। CAG (কম্পট্রলার অ্যান্ড অডিটর জেনারেল) রিপোর্টে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।
EiSamay.Com rs 2500 cr were allocated to the namami gange programme lay unused cag report
'নির্মল গঙ্গা'য় বরাদ্দ ₹২৫০০ কোটিতে হাতই পড়েনি, বলছে CAG


আরও পড়ুন: ​ গঙ্গা শোধনে চাষ হবে সর্বভূক ব্যাক্টেরিয়ার

নমামি গঙ্গে প্রোগ্রামের অডিট রিপোর্ট বলছে, গঙ্গা পরিচ্ছন্ন করতে মোট ৮৭টি প্রকল্পে ৭,৯৯২.৩৪ কোটি টাকা ধার্য করা হয়। তার মধ্যে ৫০টি প্রকল্প ছাড়পত্র পেয়ে যায় ২০১৪-র পয়লা এপ্রিল। কিন্তু ৩১ মার্চ ২০১৭ সাল পর্যন্ত ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পে আড়াই হাজার কোটি টাকা খরচই করা হয়নি। যার নির্যাস, গঙ্গার জলের মান আরও খারাপ ও দূষিত, বলা হয়েছে CAG রিপোর্টে।

আরও পড়ুন: ​ পরের বছরেই ৪০ শতাংশ নির্মল হবে গঙ্গা, দাবি উমার

CAG রিপোর্টে লেখা আছে, 'উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে গঙ্গায় ব্যাক্টেরিয়ার মাত্রা বিপজ্জনক ভাবে বেড়েছে। প্রেসক্রাইবড লেভেলের চেয়ে ৬ থেকে ৩৩৪ গুণ বেশি।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল