অ্যাপশহর

মমতাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন সুদীপ

অ্যাপোলো হাসপাতালের থার্ড ফ্লোর থেকে প্রায় আধ ঘণ্টা পর থমথমে মুখে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

EiSamay.Com 19 Apr 2017, 7:58 am
তাপস প্রামাণিক ■ ভুবনেশ্বর
EiSamay.Com rose valley scam mamata banerjee meets ailing sudip bandopadhyay in cbi custody at bhubaneswar hospital
মমতাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন সুদীপ

অ্যাপোলো হাসপাতালের থার্ড ফ্লোর থেকে প্রায় আধ ঘণ্টা পর থমথমে মুখে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সাড়ে তিন মাস আগে যে দিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তা করা হয়েছিল , সে দিনের সেই আগ্রাসী শরীরী ভাষার ছিটেফোঁটাও দেখা গেল না বাংলার ‘অগ্নিকন্যার ’ মধ্যে৷ নীচে অপেক্ষারত সংবাদমাধ্যমকে জানালেন , ‘আমাকে দেখেই হাউহাউ করে কেঁদে ফেলেছেন সুদীপদা৷ ’ তাঁর মুখেই জানা গেল অনেক রোগা হয়ে গিয়েছেন লোকসভায় তৃণমূলের দাপুটে এই নেতা৷

মমতা বলেন , ‘আমাকে সুদীপদা জানিয়েছেন , তাঁর সঙ্গে কী ধরনের অবিচার করা হয়েছে৷ সুদীপদাকে একটা খাতা দিয়ে এসেছি৷ যা যা হয়েছে , সব লিখে রাখতে বলেছি৷ সেই বর্ণনা বই হিসেবে বের করব৷ ’ ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালের থার্ড ফ্লোরের দু’টি কেবিনেই রোজ ভ্যালি কাণ্ডে গ্রেন্তার অসুস্থ দুই সাংসদের সঙ্গে দেখা করেন মমতা৷ একজন সুদীপ ও অন্যজন তাপস পাল৷ একান্তে নয় , দুই সাংসদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর দেখা -সাক্ষাতের গোটা সময়টাই হাজির ছিলেন সিবিআই আধিকারিকরা৷ মমতা হাসপাতালে পৌঁছনোর অনেক আগেই সেখানে চলে যান সিবিআইয়ের তিন আধিকারিক৷

হাসপাতাল থেকে বেরিয়ে মমতা জানান , ‘তাপসের অবস্থাও ভালো নয়৷ আমরা ন্যায় বিচারের অপেক্ষায় রইলাম৷ ’ ভুবনেশ্বরের প্লট নং ২৫১ , ওল্ড সৈনিক স্কুল রোডে অ্যাপোলো হাসপাতালের সামনে মঙ্গলবার সন্ধে থেকেই ছিল আঁটোসাটো পুলিশি প্রহরা৷ মাওবাদীদের মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রান্ত কম্যান্ডোরাও মোতায়েন ছিলেন৷ বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা -ব্যবস্থা নিশ্ছিদ্র করতে চেষ্টার ত্রুটি রাখেনি নবীন পট্টনায়েক প্রশাসন৷ মঙ্গলবার রাত ন ’টার একটু আগে ভুবনেশ্বর বিমানবন্দরে নামেন বাংলার মুখ্যমন্ত্রী৷ জানান , সময় পেলে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করতে যাবেন৷ মমতার সঙ্গে ভুবনেশ্বরে এসেছেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস এবং ভাইপো ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা৷

ভুবনেশ্বর থেকে পুরী যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ মমতার ভুবনেশ্বর -যাত্রায় সঙ্গী হননি সুদীপের স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়৷ নয়নাকে সঙ্গে না -নিয়েই মুখ্যমন্ত্রীর দেখা করতে আসা নিয়ে ইতিমধ্যেই জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে৷ বিশ্বস্ত সূত্রে খবর , মমতা সুদীপের সঙ্গে দেখা করতে আসবেন-এমন কথা জানার পরই নয়না তাঁর সঙ্গী হওয়ার অনুমতি চেয়েছিলেন৷ কিন্ত্ত মমতা রাজি হননি৷ রোজ ভ্যালির সঙ্গে অর্থনৈতিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে ৩ জানুয়ারি কলকাতায় গ্রেন্তার করা হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে৷ এর পর তাঁকে ভুবনেশ্বরে নিয়ে গিয়ে বিশেষ আদালতের সামনে হাজির করা হয়৷ ঝাড়পদা সংশোধনাগারে থাকার সময় বুকে ব্যথা ও অন্য বেশ কিছু উপসর্গে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুদীপকে প্রথমে জেল হাসপাতালে ও পরে এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে সাংসদের পরিবারের সদস্যরা আদালতের কাছে আবেদন করলে তাঁকে সুপার ফেসিলিটি অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়৷

মমতার অ্যাপোলোয় আসা নিয়ে সন্ধে থেকেই হাসপাতাল -চত্বরে কড়া নিরাপত্তার আয়োজন করে পুলিশ৷ মমতার নিরাপত্তা আধিকারিকরা মঙ্গলবার বিকেলেই ভুবনেশ্বর চলে এসেছেন৷ সেখানে তাঁরা স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা -ব্যবস্থা নিশ্ছিদ্র করতে পুরো তদারকি করছেন৷ হাসপাতালের মূল ফটক -সহ আরও কয়েকটি প্রবেশদ্বারে বসানো হয়েছে ডোর ফ্রেমড মেটাল ডিটেক্টর (ডিএফএমডি )৷ মমতার ভুবনেশ্বর সফর প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন , ‘মমতা ভুবনেশ্বরে যাচ্ছেন ওখানকার জেল দেখতে৷ জেলে কেমন ব্যবস্থা সেটা নিজে গিয়ে দেখে আসছেন৷ কেন না তৃণমূলের অনেকেই তো ওখানে যেতে চলেছেন৷ ’

আমাকে দেখেই হাউহাউ করে কেঁদে ফেলেছেন সুদীপদা৷ উনি খুব রোগা হয়ে গেছেন৷ আমাকে উনি জানিয়েছেন , তাঁর সঙ্গে কী ধরনের অবিচার করা হয়েছে৷ সুদীপদাকে একটা খাতা দিয়ে এসেছি৷ যা যা হয়েছে , সব লিখে রাখতে বলেছি৷ সেই বর্ণনা বই হিসেবে বের করব৷ তাপসের অবস্থাও ভালো নয়৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল