অ্যাপশহর

১০০ মহিলাকে ঠকিয়ে অবশেষে পুলিশের জালে এই রোমিও

তিনিই বড়ই প্রেমিক প্রকৃতির। সব্বাইকে ভালোবাসা বিলোতে ভালোবাসেন। তবে তাঁর ভালোবাসা পেতে হলে দিতে হবে খানিক মূল্যও।

EiSamay.Com 28 Jun 2017, 12:13 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: তিনিই বড়ই প্রেমিক প্রকৃতির। সব্বাইকে ভালোবাসা বিলোতে ভালোবাসেন। তবে তাঁর ভালোবাসা পেতে হলে দিতে হবে খানিক মূল্যও। সম্প্রতি বেঙ্গালুরু পুলিশের হাতে ধরা পড়ল এক প্রতারক। তার প্রতারণার চক্করে পড়েছেন ১০০-র বেশি মহিলা। এঁদের প্রত্যেককে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতিয়েছে এই মহাপুরুষ।
EiSamay.Com romeo who cheated over 100 women on matrimonial sites nabbed
১০০ মহিলাকে ঠকিয়ে অবশেষে পুলিশের জালে এই রোমিও


সাদাত খান ওরফে প্রীতম কুমারকে ২১ জুন গ্রেপ্তার করা হয় এক মহিলার অভিযোগের ভিত্তিতে।

মহিলাদের ঠকানোর পন্থাটি অবশ্য ইনি খুব সহজ সরলই বের করেছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইটে একাকী বিবাহবিচ্ছিন্না মহিলারাই ছিলেন সাদাতের টার্গেট লিস্টে।

প্রথমে নিজেকে সরকারি কর্মচারি হিসেবে পরিচয় দিয়ে বিয়ের প্রস্তাব রাখত সাদাত। পরে তাঁদের বিশ্বাস অর্জন করে কোনও সমস্যার কথা জানিয়ে বড় অঙ্কের টাকা ধার নিয়ে চম্পট দিত সে।

তদন্তে নেমে বেঙ্গালুরু পুলিশ জানতে পারে, এই ব্যক্তির নামে আগেও অভিযোগ দায়ের হয়েছে বিভিন্ন পুলিশ স্টেশনে। সেই তালিকায় রয়েছে কে আর পুরম, জয়ানগর এবং বিদ্যারান্যায়পম। হাসানের বাসিন্দা সাদাতকে বেশ কিছু বছর আগেই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল বলেই জানা গিয়েছে।

২০১১ সালে বেঙ্গালুরু এসে যশবন্তপুরে ঢালাইয়ের দোকানে কাজ শুরু করে সে। পরে বিভিন্ন সংস্থায় টেলিকলার হিসেবেও চাকরি করে সে। সেই সব সংস্থায় মহিলা সহকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহারের জন্যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৫৪, ৩৯২, ৩৮৪, ৪২০ এবং ৫০৬ ধারায় মামলা করেছে পুলিশ।

# The man's name is Sadath Khan alias Preetham Kumar. He conned lonely and divorced women.
# A case has been registed under several IPC sections.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল