অ্যাপশহর

রহিত খুনে ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় দিল্লি পুলিশ

সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই তিন জনকে সন্দেহ করছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। কারণ, দোতলায় রহিত যে ঘরটিতে থাকতেন, সিসিটিভির ফুটেজে, সেই ঘরে ওই তিন জনকে যেতে দেখা গিয়েছে।

EiSamay.Com 24 Apr 2019, 8:08 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: এনডি তিওয়ারির ছেলে রহিতশেখরের রহস্যজনক খুনে পুলিশের সন্দেহের তালিকায় তিন জন। তার মধ্যে রহিতের স্ত্রীও রয়েছেন। সিসিটিভির ফুটেজের সূত্র ধরেই তিন জনকে সন্দেহ করছে দিল্লি পুলিশের অপরাধদমন শাখা। কারণ, দোতলায় রহিত যে ঘরটিতে থাকতেন, সিসিটিভির ফুটেজে, সেই ঘরে ওই তিন জনকে যেতে দেখা গিয়েছে।
EiSamay.Com Rohit


এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ করার আগে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) রিপোর্ট হাতে আসার অপেক্ষা করছে পুলিশ। রহিত খুনের তদন্তকারী অফিসার এদিন জানিয়েছেন, এফএসএল রিপোর্ট হাতে এলে, তিন জনের ভূমিকা অনেকটাই স্পষ্ট হয়ে যাবে। রহিতশেখরের স্ত্রী অপূর্বা ছাড়া বাকি দুই সন্দেহভাজন বাড়ির কাজের লোক গোলু ও গাড়ির চালক অখিলেশ। তদন্তকারীদের ধারণা, হঠাত্‍‌ করে কোনও প্ররোচনাতেই রহিতকে খুন করা হয়েছে।

তদন্তকারী এক অফিসার বলেন, ফরেন্সিক রিপোর্ট পেলে, বিজ্ঞানসম্মত প্রমাণ-সহ খুনিকে ধরা যাবে। তিনি জানান, সম্ভাব্য সবরকম দৃষ্টিকোণ থেকেই খুনের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। হতে পারে রহিতশেখর বাড়িতে আপত্তিজনক কিছু দেখে ফেলেছিলেন। তার জন্য তাঁকে খুন করা হয়। যাতে প্রধান ভূমিকা ছিল স্ত্রী অপূর্বা ও অখিলেশের। আবার অপূর্বা ও অখিলেশের সঙ্গে কোনও কারণে তর্কাতর্কি থেকেও এই খুন হতে পারে।

পুলিশ বলছে, রহিত নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। তার উপর প্রায় রাতে নেশাও করতেন। ফলে, বাধা দিতে পারেননি। সন্দেহের আর একজন পরিচারক গোলু। সেই প্রথম রহিতকে ঘরের মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, অ্যালার্ম বাজিয়েছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল