অ্যাপশহর

থর মরুভূমিতে আজ থেকে ১ লাখ ৭২ বছর আগেও ছিল নদীর স্রোত!

আপনার জানা অনেক কিছুই এমন রয়েছে যা মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে। আপনি জানতেন থর মরুভূমির একমাত্র নদী লুনি। কিন্তু আপনার সেই জানাকে খানিক ভুল প্রমাণ করে দিল নতুন এই গবেষণা। কী উঠে এল গবেষণায়? জানুন...

EiSamay.Com 22 Oct 2020, 2:56 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: খোঁজ মিলল হারিয়ে যাওয়া এক নদীর। আন্তর্জাতিক গবেষকদের একটি দল সম্প্রতি খোঁজ পেয়েছে এই হারিয়ে যাওয়া নদীর। জানা গিয়েছে আজ থেকে প্রায় ১,৭২,০০০ বছর আগে বিকানের-এর কাছে মধ্য থর মরুভূমি দিয়ে বয়ে যেত এই নদী। প্রস্তর যুগের সভ্যতার কাছে এই নদীটিই ছিল জীবনদায়ী। বেঁচে থাকার রসদ হওয়ার পাশাপাশি এই নদীর মাধ্যমেই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিত।
EiSamay.Com river that ran through thar desert 1,72,000 years ago found y international researchers
থর মরুভূমিতে নদীর স্রোত!


নতুন এই গবেষণা প্রকাশিত হয়েছে Quaternary Science Reviews জার্নালের অনলাইন সংস্করণে। এর আগে থর মরুভূমিতে ৮০ হাজার বছরের পুরনো নদীর সন্ধান পাওয়া গিয়েছিল। কীসের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা? ২০১৪ এবং ২০১৯ সালে বিকানের-এর বাইরে নল গ্রামের কাছে নদীর বালি এবং পাথর জমা স্টাডি করেছিলেন জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অফ হিউম্যান হিস্ট্রি (Max Planck Institute for the Science of Human History), চেন্নাইয়ের আন্না বিশ্ববিদ্যালয় (Anna University) এবং কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, এডুকেশন অ্যান্ড রিসার্চের (Indian Institute of Science, Education and Research) গবেষকরা। তারই ভিত্তিতে এই চাঞ্চল্যকর দাবি করেছেন তাঁরা।

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্‍কারে জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সায়েন্স অফ হিউম্যান হিস্ট্রির গবেষক জেমস ব্লিংকহর্ন জানিয়েছেন, ‘আমরা মূলত যে পদ্ধতির সাহায্যে এই সিদ্ধান্তে পৌঁছেছি তা হল luminescence dating। এক সাহায্যে এটা নির্ধারণ করা যায় নদীর বালির মধ্যে থাকা রিভার কোয়ার্টজের গায়ে শেষ কবে সূর্যের আলো লেগেছিল।’

তিনি আরও বলেন, ‘এর আগে থর মরুভূমিতে সবচেয়ে পুরনো নদীর অস্তিত্বের সন্ধান পাওয়া গিয়েছিল লুনি উপত্যকায় যা অ্যাক্টিভ ছিল প্রায় ৮০,০০০৯০,০০০ বছর আগে। এর সঙ্গে তুলনীয় ছিল ভারতের দক্ষিণে অবস্থিত মাহি, সবরমতী এবং ওরসাং উপত্যকা।’

আরও পড়ুন: করোনা রুখতে এবার বাজারে হিরে বসানো লক্ষ টাকা দামের মাস্ক!

আন্না বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ওশান ম্যানেজমেন্টে কর্মরত অধ্যাপিকা হেমা অচ্যুতান জানিয়েছেন, ‘থর এখন মরুভূমি হলেও এখানে সন্ধান পাওয়া যায় একাধিক প্যালিও চ্যানেলের যেখান দিয়ে কোনও না কোনও সময়ে নদী বয়ে গিয়েছিল। এখন তার উপর বালি চাপা পড়ে গিয়েছে। তারই মধ্যে কিছু জায়গায় যেমন নল-এ গ্র্যাভেল ডিপোজিট এক্সপোজ হওয়ায় আমদের এই গবেষণায় খুবই উপকার হয়েছে।’

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন।

পরের খবর