অ্যাপশহর

গুজরাটের এই গ্রামে পদবি দিয়ে মানুষের খোঁজ করবেন না!

এই গ্রামের এক সাধু, ঘনশ্যাম মহারাজ জানান, অন্য পদবির কোনও পরিবার এই গ্রামে বাস করতে আসলেই তাঁদের শরীর খারাপ হয়। ফলে বেশিদিন থাকতে পারেন না। কিন্তু কেন!!

EiSamay.Com 14 Sep 2019, 1:18 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: সাধারণত পাড়ায় পাড়ায় এক একটি বাড়ি পরিচিত তাদের পদবি দিয়ে। নতুন কোনও অতিথি এসেও হয়তো জিজ্ঞাসা করে থাকেন, আচ্ছা সরকার বাড়ি কোন দিকে হবে? কিংবা মুখার্জী বাড়ির মেয়ে বিদেশে পড়তে গিয়েছে। কিন্তু গুজরাটের এই গ্রামে গিয়ে ভুল করেও জানতে চাইবেন না, চারাবাদিয়া বাড়ির খোঁজ।
EiSamay.Com residents of this gujrat village share same surname
পদবি দিয়ে মানুষের খোঁজ করবেন না!


বোকাদথাম্বা গ্রামে প্রত্যেক বাড়ির বাসিন্দাদেরই পদবি চারাবাদিয়া। তাই শুধু পদবি দিয়ে কারও খোঁজ করলে সামনে হাজির হয়ে যাবেন ৭০০ মানুষ। থান রোডের মোরবি জেলার ওয়ানকানের শহর থেকেও ১৩ কিমি দূরে অবস্থিত এই ছোট্ট গ্রামে কয়েক শো বছর ধরে বাস শুধুমাত্র চারাবাদিয়া-দের। শুধু তাই নয়, আপনার পদবি যদি চারাবাদিয়া না হয়, তাহলে গ্রামে প্রবেশেরও অধিকার দেওয়া হবে না।

এই গ্রামের এক সাধু, ঘনশ্যাম মহারাজ জানান, অন্য পদবির কোনও পরিবার এই গ্রামে বাস করতে আসলেই তাঁদের শরীর খারাপ হয়। ফলে বেশিদিন থাকতে পারেন না। তবে বিবাহসূত্রে অন্য গ্রামের মেয়েদের সঙ্গে বিয়ে দেওয়া হয় এই গ্রামের ছেলেদের।



এই গ্রামের সবাই চুভাদিয়া কোলি সম্প্রদায়ের মানুষ। পেশায় প্রত্যেকেই কৃষক। এদের নিজস্ব কোনও গ্রাম পঞ্চায়েত নেই। লুনাসারিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনেই রয়েছেন এঁরা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল