অ্যাপশহর

দিল্লিতে লোক জোগাড়ে নাকাল সিপিএম

ঘণ্টা দেড়েকের বিলম্ব৷ জমায়েত এবং পদযাত্রা শুরুতে এত দেরি দেখে ঝিমিয়ে পড়েছিল দিল্লি পুলিশও৷

EiSamay.Com 29 Nov 2016, 3:04 pm
এই সময় , নয়াদিল্লি : অবিলম্বে দেশের মানুষকে নোট বাতিলের পরের চলতি দুর্দশার হাত থেকে মুক্তি দিতে হবে৷ ভারত বন্ধে নয়াদিল্লিতে বাম দলগুলির সম্মিলিত বিক্ষোভ এবং কংগ্রেসের আন্দোলন কর্মসূচি থেকে এই আওয়াজই উঠল৷ সোমবার , নয়াদিল্লিতে বামেরা যখন মান্ডি হাউস থেকে যন্তরমন্তরে পদযাত্রার মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি পালনে ব্যস্ত , তখন কংগ্রেস নেতারা সংসদের বাইরে তাদের প্রভাবশালী ছাত্র সংগঠন এনএসইউআই -র সমর্থনে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে মোদী সরকারের প্রতি পাল্টা চ্যালেঞ্জ ছুুড়লেন৷ মোদী সরকার দেশের অর্থনীতির সর্বনাশ করছে৷ বিজেপি নেতাদের সব কালো টাকা রয়েছে বিল্ডার্সদের কাছে৷ নরেন্দ্র মোদীর নির্বাচনী খরচেও কালো টাকার ব্যবহার করা হয়েছিলো৷ ’ এদিন অভিযোগ করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা৷ রাইসিনা রোডে আনন্দ শর্মা যখন এই কথা বলছেন , তখন অন্যদিকে সিপিআই নেতা অতুল আনজান পায়ে পা মিলিয়ে হাঁটছেন ৮ বাম দলের মিছিলে , মান্ডি হাউস থেকে যন্তরমন্তরের দিকে৷ তাঁর কথায় , ‘দেশের বর্তমান অবস্থায় যে বিপর্যয় দেখা দিয়েছে তার জন্য মোদী সরকার সম্পূর্ণ ভাবে দায়ী৷
EiSamay.Com report of cpm rally at delhi
দিল্লিতে লোক জোগাড়ে নাকাল সিপিএম


কালো টাকা উদ্ধারের নামে সাধারণ মানুষের এই দুর্ভোগ কমাতে সরকার অবিলম্বে ৫০০ এবং ১০০০ টাকার নোটের ব্যবহার ফের শুরু করুক৷ ’ এদিকে , নোট বাতিলের ইস্যুকে কেন্দ্র করে বাম দলগুলির ডাকা বিক্ষোভ কর্মসূচিতে তেমন কোনও সাড়াই পড়ল না দিল্লিতে৷ সন্তাহের প্রথম দিন অন্যান্য দিনের মতোই কর্মব্যস্ত৷ কলকাতায় যখন বামেদের ডাকা বন্ধে রাস্তায় ইতস্তত বন্ধ সমর্থনকারীদের জটলা , দিল্লিতে তখন ঠিক এর উল্টো ছবি৷ বিক্ষোভে সামিল হওয়ার জন্য লোক খঁুজে পাওয়াই মুশকিল৷ রাজ্যে যখন আরও একবার বহু ব্যবহারে জীর্ণ ও ক্লিশে হয়ে যাওয়া রাজনৈতিক পুরোনো অস্ত্রই ভরসা বামেদের , সেখানে দিল্লিতে সম্বল শুধু মান্ডি হাউসে বাম দলগুলির সম্মিলিত জমায়েত এবং তার পরে সেখান থেকে পদযাত্রা সহকারে যন্তরমন্তরে গিয়ে বিক্ষোভ দেখানো৷ তা-ও ৮টি বাম দল মিলিয়ে শ ’প াঁচেক লোক জোগাড় করতে সোমবার হিমশিম খেতে হল বাম নেতাদের৷ সকাল দশটায় মান্ডি হাউসে জমায়েত শুরুর কথা থাকলেও এদিন জমায়েত শুরু হল সকাল সাড়ে এগারোটা নাগাদ৷ কারণ তার আগে যাঁরা স্লোগানিং করবেন , তারাই এসে পৌঁছননি৷ আর সিপিএম বা সিপিআই সাংসদরা সবাই সংসদে ব্যস্ত থাকার জন্য এ দিন যে আঞ্চলিক নেতাদের উপরে দায়িত্ব ছিল সমাবেশে লোক নিয়ে আসার , তাঁরাও কেমন যেন একটা ঝিমিয়ে ছিলেন৷

যার নিট ফল হল ঘণ্টা দেড়েকের বিলম্ব৷ জমায়েত এবং পদযাত্রা শুরুতে এত দেরি দেখে ঝিমিয়ে পড়েছিল দিল্লি পুলিশও৷ বিক্ষোভের সমর্থনকারীদের মাঝপথে আটক করে সরকারি বাসে করে তুলে রাস্তা থেকে সরিয়ে নিয়ে গিয়ে যানবাহন চলাচল সহজ রাখার অঙ্গীকার নিয়ে হাজির দিল্লি পুলিশকে এদিন একেবারেই বেগ পেতে হয়নি৷ মান্ডি হাউসে পদযাত্রা শুরু করে যন্তরমন্তরে যাওয়ার পথে যোগ দেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি , সিপিআই নেতা ডি রাজা৷ দু’জনেই মোদী সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করেন৷ এর আগে মান্ডি হাউসে বামেদের পদযাত্রার শুরুতে এসে গিয়েছিলেন সিপিআই নেতা অতুল আনজানও৷ অন্যদিকে , সোমবার নয়াদিল্লিতে এদিন কংগ্রেস প্রভাবিত ছাত্র সংগঠন এনএসইউআই -র পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল৷ রাইসিনা রোডে এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা পদযাত্রায় অংশ নিয়ে সংসদ ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে এগোতে থাকে৷ কিন্ত্ত জওহর ভবনের কাছে তাদের রাস্তা আটকায় দিল্লি পুলিশ৷ বিক্ষোভকারীদের সামনে এগোতে না -দেওয়া হলে তারা জওহর ভবনের পিছনের রাস্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে৷ এর আগে এনএসইউআই -র এই বিক্ষোভকারীদের সম্বোধন করেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা , পিসি চাকো এবং দীপেন্দর হুডা৷ উপস্থিত ছিলেন আহমেদ প্যাটেল এবং অস্কার ফার্নান্ডেজও৷ এর পর দিল্লি পুলিশের পক্ষ থেকে এই ২০০ -২৫০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়৷ ঘণ্টাখানেক পরে তাঁদের পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়৷

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল