অ্যাপশহর

কৃষক বিক্ষোভে এ বার 'রেল রোকো'র হুমকি, ফের আলোচনার প্রস্তাব কেন্দ্রের

এ বার দেশজুড়ে রেলে পরিষেবা অচল করে দেওয়ার হুমকি দিলেন কৃষক নেতারা। ১০ ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রকে সময় দিয়েছিলেন। আইন বাতিল না হলে খুব শিগগির রেল রোকোর দিন ঘোষণা করা হবে বলে কৃষকরা জানিয়েছেন।

EiSamay.Com 10 Dec 2020, 9:16 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: লাগাতার কৃষক বিক্ষোভের জেরে এমনিতেই নাভিশ্বাস উঠেছে দিল্লির। একে একে দিল্লির সব রাস্তা অবরুদ্ধ করে অচল করে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন কৃষকরা। ঠান্ডা উপেক্ষা করে দিনে দিনে বিক্ষোভের সুর আরও চড়ছে। এই অবস্থায় এ বার রেল পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন কৃষকরা। সিংঘু সীমানায় আন্দোলনরত কৃষক নেতা বুটা সিং বৃহস্পতিবার হুমকির সুরে জানান, আমাদের দাবি আদায় না হলে, এ বার রেল লাইনেও অবরোধ করা হবে। তিনি জানান, খুব শিগগিরই রেল রোকোর দিন ঘোষণা করা হবে।
EiSamay.Com farmers protest 1210
সাংবাদিক বৈঠকে কৃষক নেতা বুটা সিং...


সংযুক্ত কিষাণ মঞ্চের নেতা বুটা সিং এদিন বলেন, 'সরকারকে আমরা আলটিমেটাম দিয়েছি। বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আমাদের দাবি মতো নরেন্দ্র মোদী কৃষি আইনগুলি বাতিল না করলে, আমরা দেশজুড়ে রেল লাইন অবরোধ করব। দেশের আপামর মানুষ রেল অবরোধে শামিল হবে।'

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ ডিসেম্বর, শনিবার দিল্লি-আগ্রা ও দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ রয়েছে। তার পরেও দাবি না পূরণ হলে, ১৪ ডিসেম্বর বিজেপি নেতা ও মন্ত্রীদের বাড়ি, দফতর ঘেরাও করবেন কৃষকরা।

কৃষক সংগঠনগুলি আন্দোলনের সুর চড়ানোর মধ্যেই এদিন ফের আলোচনায় বসার প্রস্তাব দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। তবে, কৃষকরা এই প্রস্তাবে আদৌ সাড়া দেবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছেন। এদিন ট্যুইট করে কৃষিমন্ত্রীর বার্তা, নয়া কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের সঙ্গে খোলা মনে আলোচনায় কেন্দ্র রাজি। কৃষি আইন নিয়ে কৃষক নেতাদের মনে কোনও ধন্দ থাকলে, আমরা তা স্পষ্ট করব।

নয়া কৃষি আইন নিয়ে কৃষকদের অবস্থান স্পষ্ট। পরিষ্কার তাঁরা জানিয়েছেন, আইন বাতিল ছাড়া আমরা আর কিছু ভাবছি না। সরকার যে সংশোধনী প্রস্তাব দিয়েছে, তার মধ্যেও নতুন কিছু নেই বলে কৃষক নেতারা দাবি করেছেন।

আরও পড়ুন: অমিত শাহের বৈঠকে সকলের জায়গাই হল না, কৃষক নেতাদের মধ্যে তীব্র অসন্তোষ

এদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও জানিয়ে দিয়েছেন আইন বাতিলের প্রশ্নই উঠছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নয়া কৃষি আইনের পক্ষেই। মঙ্গলবারের বৈঠকে শাহ জানিয়েছেন, আইন বাতিল কোনও সমাধান নয়। পরদিন সরকার নির্দিষ্ট কিছু সংস্কারের প্রস্তাব পাঠালে, কৃষক নেতারা তা খারিজ করে দেন। এদিন কৃষিমন্ত্রী নতুন করে আলোচনার প্রস্তাব দিলেও সংশোধনী প্রস্তাব বিষয়েই কথা বলতে চান। তার আগে আন্দোলন তুলে নেওয়ার শর্তও তিনি চাপিয়েছেন। ফলে, ধরে নেওয়া যায় কৃষক নেতারা এই প্রস্তাবে সাড়া দেবেন না।

আরও পড়ুন: সংস্কারেই সায় হরিয়ানার কৃষক নেতাদের, ভারত বন্‌ধের আগেই কি সংগঠনে ভাঙন

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট এখানে ক্লিক করুন

পরের খবর