অ্যাপশহর

মায়াবতীকে 'বেশ্যা' বলে গ্রেপ্তার BJP-র বহিষ্কৃত নেতা দয়াশঙ্কর

BSP সুপ্রিমো মায়াবতীকে 'যৌনকর্মী' বলার জন্য এবার গ্রেপ্তার হতে হল BJP-র বহিষ্কৃত নেতা দয়াশঙ্কর সিং-কে।

EiSamay.Com 29 Jul 2016, 3:32 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: BSP সুপ্রিমো মায়াবতীকে 'যৌনকর্মী' বলার জন্য এবার গ্রেপ্তার হতে হল BJP-র বহিষ্কৃত নেতা দয়াশঙ্কর সিং-কে। বহুজন সমাজ পার্টির কর্মীরা SC/ST আইনে তাঁর বিরুদ্ধে FIR দায়ের করার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন এই নেতা। শুক্রবার বিহারের বক্সার থেকে তাঁকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশের ও বিহার পুলিশের যৌথবাহিনী।
EiSamay.Com remarks about mayawati dayashankar singh arrested
মায়াবতীকে 'বেশ্যা' বলে গ্রেপ্তার BJP-র বহিষ্কৃত নেতা দয়াশঙ্কর


'বেশ্যার থেকেও নিকৃষ্ট মায়াবতী', BJP নেতার মন্তব্যে সংসদে চাপে



সংবাদসংস্থা ANI প্রকাশিত একটি ভিডিয়ো ক্লিপে উত্তরপ্রদেশের BJP সহ সভাপতি দয়াশঙ্কর সিং বলেন, 'মায়াবতী একজন বেশ্যার থেকেও নিকৃষ্ট। এমনকী একজন যৌনকর্মীও টাকা পাওয়ার পর কারওকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। কিন্তু উত্তরপ্রদেশের দোর্দণ্ডপ্রতাপ নেত্রী মায়াবতী একটু বেশি টাকা পেলেই যে কারওকে নির্বাচনে লড়ার টিকিট বিলি করে দেন। যদি কোনও টিকিটের জন্য কেউ তাঁকে ১ কোটি টাকা দেন, তাহলে তিনি তাঁকে সেই টিকিট দিয়ে দেন। সেই একই আসনের টিকিটের জন্য তার পরের দিন কেউ যদি তাঁকে ২ কোটি টাকা দেন, তবে তাঁকেই সেই টিকিট দিয়ে দেবেন মায়াবতী।' সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় BSP সুপ্রিমো প্রসঙ্গে হিন্দিতে বারবার 'বেশ্যা' শব্দটি ব্যবহার করেন ওই BJP নেতা।

'বেশ্যার থেকেও নিকৃষ্ট মায়াবতী', BJP নেতার মন্তব্যে সংসদে চাপে

এরপরই তোলপাড় হয় সংসদে ও তার বাইরে। চাপের মুখে দয়াশঙ্করকে বহিষ্কার করে BJP। এই নেতার মন্তব্য BSP কর্মী ও দলিত সম্প্রদায়ের মানুষদের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ করে দয়াশঙ্করের বিরুদ্ধে FIR দায়ের করেন BSP সম্পাদক মেওয়ালাল গৌতম।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল