অ্যাপশহর

Kerala Flood: ত্রাণ তহবিলে ₹২১ কোটি দান রিলায়েন্স ফাউন্ডেশনের

কেরালার দুর্গত মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল রিলায়েন্স ফাউন্ডেশন

EiSamay.Com 21 Aug 2018, 11:02 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: বৃষ্টি কমায় কেরালার বিভিন্ন এলাকা থেকে ক্রমে জল সরতে শুরু করেছে। চারিদিকে ধ্বংসের চিহ্নের মধ্যেই ছন্দে ফিরতে মরিয়া রাজ্যের মানুষ। এই পরিস্থিতিতে দুর্গত মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিল রিলায়েন্স ফাউন্ডেশনও।
EiSamay.Com চলছে উদ্ধারকাজ
চলছে উদ্ধারকাজ


কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২১ কোটি টাকা দান করল তারা৷ এছাড়া প্রতিষ্ঠানের তরফে ৫০ কোটি টাকারও বেশি মূল্যের ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kerala Flood: বন্যায় নষ্ট ক্লাস 12-এর সার্টিফিকেট, শোকে আত্মঘাতী কেরালার তরুণ

পরিস্থিতি স্বাভাবিক হওয়া না পর্যন্ত কেরালার পাশে থাকার বার্তা দিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি। তিনি বলেছেন, 'এই কঠিন সময়ে কেরালার ভাই-বোনেদের পাশে থাকাকে আমরা নাগরিক কর্তব্য বলে মনে করি। রাজ্যের ত্রাণ, উদ্ধার এবং দীর্ঘ মেয়াদি পুনর্বাসনের কাজে আমরা সবসময় তাঁদের পাশে আছি। কেরালার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে রিলায়েন্স ফাউন্ডেশন ২১ কোটি টাকা দান করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমারা রাজ্যবাসীর পাশে থাকব।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল