অ্যাপশহর

স্মরণে নেতাজি, NFAI-এর উদ্যোগে প্রকাশ্যে আজাদ হিন্দ ফৌজের অদেখা ফুটেজ

নেতাজি সুভাষচন্দ্র বসু গঠিত আজাদ হিন্দ ফৌজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিরল ভিডিয়ো প্রদর্শনের উদ্যোগ নিল জাতীয় চলচ্চিত্র লেখ্যাগার এনএফএআই।

EiSamay.Com 15 May 2017, 6:11 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসু গঠিত আজাদ হিন্দ ফৌজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে বিরল ভিডিয়ো প্রদর্শনের উদ্যোগ নিল জাতীয় চলচ্চিত্র লেখ্যাগার এনএফএআই।
EiSamay.Com rare footage of netaji subhash chandra bose and ina screened by nfai
স্মরণে নেতাজি, NFAI-এর উদ্যোগে প্রকাশ্যে আজাদ হিন্দ ফৌজের অদেখা ফুটেজ


রবিবার এনএফএআই-এর উদ্যোগে এই প্রথম আজাদ হিন্দ ফৌজের কিছু দুষ্প্রাপ্য ভিডিয়ো ক্লিপিংস প্রদর্শিত হল। পুনেতে সংস্থার নিজস্ব প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ব্যবস্থা হয়। অনুষ্ঠানে প্রকাশিত হল মরাঠি সাহিত্যিক বিশ্বাস পাটিল রচিত নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনভিত্তিক উপন্যাস 'মহানায়ক'-এর ইংরেজি সংস্করণ। প্রসঙ্গত, বইটি েই নিয়ে মোট ১৪টি ভাষায় প্রকাশিত হল। উপস্থিত ছিলেন মহারাষ্ট্র সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মিলিন্দ জোশি এবং ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) হেমন্ত মহাজনের মতো বিশিষ্টরা।

এদিনের অনুষ্ঠানে অধ্যাপক পাটিল বলেন, 'স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের পথ ত্যাগ করে তিনি দেশের জন্য নিবেদিত প্রাণ জাতীয় সৈন্যবাহিনী গঠন করেছিলেন। আইএনএ সম্পর্কে তথ্য জোগাড় করতে দেশে-বিদেশে অনেক ভ্রমণ করেছি, যার মধ্যে জাপান ও সিঙ্গাপুরও রয়েছে। শেষে বুঝতে পারি যে কোনও যোগসূত্রের অস্তিত্বই নেই।'

আজাদ হিন্দ ফৌজের দুষ্প্রাপ্য ঘিডিয়ো ফুটেজ সম্পর্কে বলতে গিয়ে পুনের অক্ষয় ফিল্ম ক্লাবের সদস্য বীরেন্দ্র চিত্রাভ বলেন, 'ভারতীয় সেনা সম্পর্কে সচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রদর্শিত ফুটেজটি অত্যন্ত বিরল এবং আইএনএ-র দীর্ঘ যাত্রার কিছু অংশ এখানে রোমন্থন করা হয়েছে।'

ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ দীর্ঘ পথ পাড়ি দেয়। সিঙ্গাপুর, মালয়েশিয়া ও মায়ানমারে সেই স্মৃতি বিজড়িত পথে সফরের ব্যবস্থা করেছে বেসরকারি ভ্রমণ সংস্থা অফবিট ডেস্টিনেশনস। সংস্থার পক্ষে নীতিন শাস্ত্রী এদিন জানান, 'সিঙ্গাপুরে নেতাজি কেন্দ্রিক একটি মিউজিয়াম ছিল। কিন্তু দুঃকের বিষয়, খুব কম ভারতীয়ই সেখানে পা রেখেছেন। দেশ নায়কের ফেলে আসা পথের সন্ধানে আমরা এই সফরের আয়োজন করেছি। এনএফএআই-এর উদ্যোগ নিঃসন্দেহে তাতে উত্‍সাহ সঞ্চার করবে।'

এদিনের অনুষ্ঠানে গত ১০ মে কাশ্মীরে সন্ত্রাসবাদী হানায় শহিদ লেফটেন্যান্ট উমর ফৈয়াজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সৌজন্যে: পুনে মিরর

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল