অ্যাপশহর

করোনা-আতঙ্কের মধ্যে রাঁচিতে জন্মাল ৩টি বাঘ শাবক

বিদেশের এক চিড়িয়াখানায় এক বাঘিনীর শরীরে মিলেছে করোনাভাইরাস। তারপর থেকে এ দেশেও চিড়িয়াখানার সব বাঘের উপর নজর রাখা শুরু হয়ে যায়। তবে এত কিছুর মধ্যে চলতি সপ্তাহে এক বাঘিনী তিনটি শাবকের জন্ম দেয়।

EiSamay.Com 22 Apr 2020, 4:54 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কের মধ্যেই দেশে জন্ম নিল একটি নয়, তিনটি বাঘের ছানা। স্বভাবশতই খুশির জোয়ার পশুপ্রেমীরা ও বাঘ সংরক্ষণ কেন্দ্রটি।
EiSamay.Com three tiger cubs
প্রতীকী ছবি


রাঁচির ভগবান বিরসা বায়োলজিক্যাল পার্কে (বিরসা চিড়িয়াখানা) জন্ম নেয় এই তিনটি শাবক। আপাতত টাইগার ব্রিডিং সেন্টার রয়েছে বাঘিনী ও তাঁর তিন শাবক। চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে , বাঘ মালিক ও বাঘিনী অনুষ্কা বহুদিন ধরেই এখানে রয়েছে।

তিন শাবকের একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অ্যাসোসিয়েশন।

দেখুন সেই ভিডিয়ো...



গত দুবছরে এই বাঘ দম্পতির দ্বিতীয়বার শাবক জন্মাল। প্রথমবারও তিনটি বাচ্চার জন্ম দেয় অনুষ্কা। কিন্তু তাদের মধ্যে একটি শাবক ছ মাসের পরই মারা যায়। ২০১৬ সালে হায়দরাবাদের নেহেরু জুলোজিক্যাল পার্ক থেকে রাঁচিতে নিয়ে আসা হয়।

গত ১৮ এপ্রিল অনুষ্কা তিনিটি শাবকের জন্ম দেয়। আপাতত সুস্থই রয়েছে মা ও সন্তানরা। চিড়িয়াখানার চিকিত্‍সকের মতে, এখন দেশজুড়ে লকডাউন। ফলে সন্তান প্রতিপালনের ক্ষেত্রে বড় সুবিধা হয়েছে। বাইরের মানুষের কোনও চিত্‍কার নেই। ফলে শান্ত পরিবেশে সন্তানের দেখাশোনা করতে পারবে অনুষ্কা। এছাড়া বাঘিনীর খাঁচায় প্রবেশ করার কারোর অনুমতি নেই। তিনটি ছানার উপর নজর রাখার জন্য সিসিটিভ বসানো হয়েছে। তিনমাস পর থেকেই তিনটি শাবকের টিকা দেওয়া শুরু হবে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল