অ্যাপশহর

UP-র পর দিল্লি, বেলাইন রাজধানী; ১ মাসে ৫ দুর্ঘটনা!

দিল্লিগামী রাঁচি রাজধানী এক্সপ্রেস আজ দিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়।

EiSamay.Com 7 Sep 2017, 5:12 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: একমাসে ৫টি রেল দুর্ঘটনা। মন্ত্রীর বদলালেও কার্যত ICU-তে পৌঁছে যাওয়া ভারতীয় রেলের অবস্থার যে বিশেষ পরিবর্তন সহজে হচ্ছে না, তা ফের প্রমাণিত বৃহস্পতিবার। সকালেই লাইনচ্যুত হয়েছিল হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, এবার লাইনচ্যুত হল রাঁচি রাজধানী এক্সপ্রেস।
EiSamay.Com ranchi rajdhani express derails in delhi
UP-র পর দিল্লি, বেলাইন রাজধানী; ১ মাসে ৫ দুর্ঘটনা!


দিল্লিগামী রাঁচি রাজধানী এক্সপ্রেস আজ দিল্লির মিন্টো ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। সকাল ১১.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। যদিও শক্তিপুঞ্জ এক্সপ্রেসের মতোই এক্ষেত্রেও হতাহতের কোনও খবর নেই।

পড়ুন: ফের UP-তে লাইনচ্যুত ট্রেন, এবার শক্তিপুঞ্জ এক্সপ্রেস

উত্তর রেলের মুখপাত্র নীরজ শর্মা জানিয়েছেন, ‘ইঞ্জিন ও পাওয়ার কার-এর ক্ষতি হয়েছে। যেহেতু ট্রেনের গতি খুব কম ছিল, কোনও ক্ষয়ক্ষতি হয়নি।’ পীযূষ গোয়েল রেল মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর একইদিনে এই প্রথম দুটি রেল দুর্ঘটনা ঘটল। ঘন ঘন রেল দুর্ঘটনার দায় মেনে পদত্যাগ করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী সুরেশ প্রভু

এক মাসে এই নিয়ে ৫টি রেল দুর্ঘটনা হল। উত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছিল উৎকল এক্সপ্রেস। দুর্ঘটনায় মৃত্যু হয় ২১ জনের। এরপর উত্তরপ্রদেশেই ফের লাইনচ্যুত হয় কৈফিয়ৎ এক্সপ্রেস। ২৯ অগস্ট মহারাষ্ট্রে নাগপুর-মুম্বই দুরন্ত লাইনচ্যুত হয়। আর আজ দুটি রেল দুর্ঘটনা।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল