অ্যাপশহর

রেললাইনে উদ্ধার 'বিভীষণ'-এর দেহ

পুলিশের প্রাথমিক অনুমাণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে।

EiSamay.Com 16 Nov 2016, 10:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রেললাইনে মিলল রামায়ণ খ্যাত অভিনেতা মুকেশ রাওয়ালের দেহ। বুধবার সকালে মুম্বইয়ের কান্দিভালি রেলস্টেশনের সামনে রেললাইনে পড়েছিল ওই গুজরাটি টেলিভিশন অভিনেতার দেহ। দুরদর্শনের রামায়ণে বিভীষণের চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হয়েছিলেন মুকেশ রাওয়াল।
EiSamay.Com ramayan actor mukesh rawal found dead on railway tracks
রেললাইনে উদ্ধার 'বিভীষণ'-এর দেহ

বয়স হয়েছিল ৬৬ বছর।

কান্দিভালি ওয়েস্টের বাসিন্দা এই অভিনেতা রামায়ণ ছাড়াও একাধিক টিভি সিরিয়াল ও গুজরাটি ছবিতে অভিনয় করেছেন। ১৯৮৭ সালে দুরদর্শনে রামানন্দ সাগরের রামায়ণে বিভীষণের পাঠ করে বেশ জনপ্রিয় হয়েছিলেন মুকেশ রাওয়াল। মঙ্গলবার রাত থেকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাঁকে। পরিবার পুলিশে খবর দেন। পুলিশ খোঁজ চালিয়ে বুধবার সকালে অভিনেতার দেহ উদ্ধার করে কান্দিভালি স্টেশন সংলগ্ন রেললাইন থেকে।

মুকেশ রাওয়ালের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের প্রাথমিক অনুমাণ, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়ে থাকতে পারে। আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

# Television actor and Gujarati theatre personality Mukesh Rawal was found dead on the railway tracks near Kandivali station on Tuesday morning.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল