অ্যাপশহর

রামবিলাসের ছেলে চিরাগই LJP-র নয়া সভাপতি

এলজেপির সভাপতি পদে চিরাদের নাম প্রস্তাব করেন তাঁর এক কাকা পশুপতি কুমার পরস। দলীয় নেতারা সর্বসম্মত ভাবে সেই প্রস্তাবে সায় দেন। সংগঠনের নয়া সভাপতি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রামবিলাসের পুত্র বলেন, তিনি নয়া সভাপতি নির্বাচিত হলেও, বাবাই হলেই 'চালিকা শক্তি' এবং তাঁর 'জাতীয় সভাপতি'।

EiSamay.Com 7 Nov 2019, 4:05 am
এই সময় ডিজিটাল ডেস্ক: লোক জনশক্তি পার্টি (LJP)-র জাতীয় সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তাঁর ছেলে, জামুই কেন্দ্রের সাংসদ চিরাগ পাসোয়ান সংগঠনের নয়া সভাপতি নির্বাচিত হয়েছেন। এলজেপির সভাপতি পদে চিরাদের নাম প্রস্তাব করেন তাঁর এক কাকা পশুপতি কুমার পরস। দলীয় নেতারা সর্বসম্মত ভাবে সেই প্রস্তাবে সায় দেন। সংগঠনের নয়া সভাপতি হওয়ার পর এক প্রতিক্রিয়ায় রামবিলাসের পুত্র বলেন, তিনি নয়া সভাপতি নির্বাচিত হলেও, বাবাই হলেই 'চালিকা শক্তি' এবং তাঁর 'জাতীয় সভাপতি'।
EiSamay.Com 2019_11img05_Nov_2019_PTI11_5_2019_000085B-1200x600


আরও ৪২ ব্যাংক জালিয়াতি ফাঁস, দুর্নীতির পরিমাণ ₹৭,২০০ কোটি

২০০০ সালে জনতা দল (ইউনাইটেড) থেকে বেরিয়ে এসে লোক জনশক্তি পার্টি গড়ে তোলেন রামবিলাস পাসোয়ান। জর্জ ফার্নান্ডেজ ও নীতীশ কুমারের সঙ্গে মতবিরোধের জেরেই তিনি আলাদা সংগঠন গড়ে তোলেন। লোক জনশক্তি পার্টির বিদায়ী সভাপতি রামবিলাস পাসোয়ান মঙ্গলবার নয়াদিল্লিতে দলের নয়া সভাপতি হিসেবে ছেলে চিরাগের নাম ঘোষণা করেন। বলেন, কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী হিসেবে একসঙ্গে দু'টি দায়িত্ব তাঁর পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না। তাই তিনি সংগঠনের জাতীয় সভাপতির পদ থেকে সরে দাঁড়ালেন। তিনি বলেন, 'আমি চাই না, চিরাগ আমার ছত্রছায়ায় থেকে কাজ করুক। সংগঠন এখন যা করবে, ভালো বা মন্দ, তার দায় চিরাগের উপরই বর্তাবে।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল