অ্যাপশহর

‘পরের দীপাবলির আগেই অযোধ্যায় রাম মন্দির’, স্বামীর মন্তব্যে বিতর্ক

অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমির বিতর্কিত এলাকার মালিকানা চূড়ান্ত করতে আগামী ৫ ডিসেম্বর থেকে শুনানি শুরু সুপ্রিম কোর্টে

EiSamay.Com 16 Oct 2017, 1:59 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কিত মন্তব্য করলেন BJP নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। অযোধ্যায় মন্দির-মসজিদ বিতর্ককে ফের উস্কে দিলেন তিনি। ‘পরের বছর দীপাবলির আগেই অযোধ্যায় তৈরি হবে রাম মন্দির’, মন্তব্য করেন সুব্রহ্মণ্যম স্বামী।
EiSamay.Com ram temple in ayodhya by next diwali subramanian swamy
‘পরের দীপাবলির আগেই অযোধ্যায় রাম মন্দির’, স্বামীর মন্তব্যে বিতর্ক


বিহারে ‘বিশ্ব হিন্দুস্তান সংগম’-এর এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন স্বামী। তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির সংক্রান্ত জটমুক্তির কাজ চলছে। পরের বছরের দীপাবলিতে ভক্তরা রাম মন্দিরে প্রবেশ করতে পারবেন।’

প্রসঙ্গত, এর আগে অযোধ্যায় রামের সুবিশাল মূর্তি গড়ার কথা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিতর্কিত ভূখণ্ডের খুব কাছেই সরযূ নদীর ধারে রাম মূর্তি গড়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। এরমধ্যেই সুব্রহ্মণ্যম স্বামীর মন্তব্যে স্বাভাবিক ভাবেই বিতর্ক সৃষ্টি হয়েছে।

অযোধ্যায় বাবরি মসজিদ-রাম জন্মভূমির বিতর্কিত এলাকার মালিকানা চূড়ান্ত করতে আগামী ৫ ডিসেম্বর থেকে শুনানি শুরু সুপ্রিম কোর্টে। ২.৭৩ একরের জমি ঘিরে ২৫ বছর ধরে বিতর্ক চলছে।

BJP leader and MP Subramanian Swamy said, Ram temple in Ayodhya will be constructed by next Diwali.

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল