অ্যাপশহর

'সহজ-সরল বলেই রাম রহিমকে হেনস্থা হতে হচ্ছে'

র আগেও বহু বিষয় নিয়ে মুখে খুলেছিলেন সাক্ষী মহারাজ। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এবারও দোষী সাধক বা ধর্মগুরুর পক্ষ নিয়ে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কের মুখে পড়লেন বিজেপির এই নেতা।

EiSamay.Com 26 Aug 2017, 5:30 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ধর্ষণ ও যৌন হেনস্থার মামলায় দোষী বাবা রাম রোহিতের পাশে দাঁড়ালেন উন্নাওয়ের বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। ডেরা সচ্চা প্রধান বাবা গুরমীত রাম রহিমকে সিবিআই আদালতে দোষী সাব্যস্ত করার পরই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কথায়, বাবা রাম রহিমের কোটি কোটি ভক্তের আর্তনাদ আদালত শুনতে পাচ্ছে না? যেখানে ডেরা প্রধান ভক্তদের কাছে 'পৃথিবীর দ্বিতীয় ভগবান'। তাঁর প্রশ্ন, যেখানে রাম রহিম সিংহকে জন্য কয়েক কোটি মানুষ সমর্থন করছেন, তাঁকে নির্দোষ বলছেন, সেখানে একজন শুধু তাঁকে দোষী বলে প্রমাণিত করল। 'ভগবান স্বরূপ' একজনকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে শুধু একজনই তাঁকে ধর্ষক বলে গণ্য করা হল।
EiSamay.Com ram rahim is a simple man so he is being harassed bjp mp
'সহজ-সরল বলেই রাম রহিমকে হেনস্থা হতে হচ্ছে'


আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি এও বলেন, এই রায় থেকে প্রমাণ হল, এই কয়েক কোটি মানুষ ভুল, আর একজনই ঠিক? তিনি এও বলেন, কোনও দোষ ছাড়াই ৯ বছর জেলে কাটালেন কলোনেল পুরোহিত, তার জন্য কে দায়ী? সাক্ষী মহারাজ প্রশ্ন তুলেছেন, ডেরা প্রধানের জন্য এত মানুষের আশা-অনুভূতি সব কিছঠু ভেঙে দেওয়া হল, এটার জন্য কে দায়ী থাকবে?

দোষী রাম রহিমকে সমর্থন করে তিনি প্রশ্ন করেছেন, শুধু রাম রহিম সিংয়ের জন্য পঞ্জাব, হরিয়ানায় ভক্তদের যেভাবে মারা হল, দ্বিতীয় ভগবানের জন্য রাস্তায় রাস্তায় ভক্তের ভিড়, তাঁদের আর্তনাদ, আইনশৃঙ্খলা ব্যবস্থা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। এই সব কিছুর জন্য কি আদালত দায়িত্ব নেবে?

এর আগেও বহু বিষয় নিয়ে মুখে খুলেছিলেন সাক্ষী মহারাজ। যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। এবারও দোষী সাধক বা ধর্মগুরুর পক্ষ নিয়ে আদালতের রায় নিয়ে প্রশ্ন তুলে ফের বিতর্কের মুখে পড়লেন বিজেপির এই নেতা। 'আসলে রাম রহিম অত্যন্ত সাধারণ ও সহজ-সরল মানুষ, তাই তাঁকে এইভাবে হেনস্থা হতে হচ্ছেন' বলে মন্তব্য করে বিতর্কের মুখে সাক্ষী মহারাজ।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল