অ্যাপশহর

'আমাদের হাত কিন্তু বাঁধা নেই', পাকিস্তানে হামলার ইঙ্গিত রাজনাথের

তবে, সেটা আর একটি সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি যুদ্ধ, তা পরিষ্কার করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

EiSamay.Com 13 May 2017, 9:58 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সম্পর্ক যেদিকে গড়াচ্ছে, তাতে কি যুদ্ধ আসন্ন? সরাসরি যুদ্ধের কথা না-বললেও, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্যে কিন্তু তেমনই ইঙ্গিত রয়েছে বলে মনে করা হচ্ছে।
EiSamay.Com rajnath hints attack on pak what nation wants will happenour hands not tied
'আমাদের হাত কিন্তু বাঁধা নেই', পাকিস্তানে হামলার ইঙ্গিত রাজনাথের


একটি বেসরকারি হিন্দি চ্যানেলে সাক্ষাত্‍‌কার দিতে গিয়ে রাজনাথ বলেন, 'দেশবাসী যা চাইছেন, তাই হবে। খুব শিগগিরই আমরা পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেব।'

তবে, সেটা আর একটি সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি যুদ্ধ, তা পরিষ্কার করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সিআরপিএফের কম্যান্ডেন্ট চেতন চিতাকে সংবর্ধনা দেওয়ার এক অনুষ্ঠানে এ বিষয়ে রাজনাথকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, 'ভারতীয় জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।'

সম্প্রতি দুই ভারতীয় সেনার মুন্ডু কেটে পাকসেনা যেভাবে দেহ বিকৃত করেছে, তারপর কেন্দ্রের পরিকল্পনা কি, সে বিষয়ে রাজনাথকে প্রশ্ন করেছিল সংবাদমাধ্যম। জবাবে পাকিস্তানকে হুঁশিয়ারির সুরে তিনি বলেন, 'আমাদের হাত কিন্তু বাঁধা নেই। দেশবাসী যা চাইবেন, তাই হবে।'

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল