অ্যাপশহর

ভারতের পরবর্তী স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা

রাজীব মহর্ষির পর ভারতের স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন রাজীব গৌবা। ঝাড়খণ্ড ক্যাডারের ১৯৮২ ব্যাচের আইএএস অফিসার রাজীব গৌবা এখন নগর উন্নয়ন মন্ত্রকের সচিব।

EiSamay.Com 21 Jun 2017, 11:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজীব মহর্ষির পর ভারতের স্বরাষ্ট্রসচিব হতে চলেছেন রাজীব গৌবা। ঝাড়খণ্ড ক্যাডারের ১৯৮২ ব্যাচের আইএএস অফিসার রাজীব গৌবা এখন নগর উন্নয়ন মন্ত্রকের সচিব।
EiSamay.Com rajiv gauba to be next home secretary replaces rajiv mehrishi
ভারতের পরবর্তী স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা


বুধবার মন্ত্রিসভার নিয়োগ কমিটি নতুন স্বরাষ্ট্রসচিব হিসেব রাজীব গৌবার নাম ঘোষণা করেন। একই সঙ্গে আরও কয়েক জন আমলাকে এদিন রদবদল করা হয়েছে।

জানা গিয়েছে, আগামী ৩০ অগস্ট স্বরাষ্ট্রসচিব পদে রাজীব মহর্ষির মেয়াদ পূর্ণ হচ্ছে। তার পরেই দায়িত্ব নেবেন রাজীব গৌবা।

সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার নিয়োগ কমিটি মোট ১৬ সচিবকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে রদবদল করে। ১৯৯৩ ব্যাচের আইএএস অফিসার, বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের কার্যনির্বাহী অধিকর্তা সুভাষ সি জর্জকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত দফতরের সচিব করা হয়েছে।

বর্তমানে ন্যাশনাল হাইওয়েস অথোরিটির চেয়ারম্যান, ১৯৮৩ ব্যাচের আইএএস অফিসার যুধবীর সিং মালিক সড়ক পরিবহণ মন্ত্রকের সচিব হচ্ছেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল