অ্যাপশহর

বাবরির তালা রাজীব খোলেননি? দাবি প্রাক্তন আমলার

রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিবাদের এটাও একটা বিতর্কিত অধ্যায়। ১৯৮৬ সালের এই ঘটনার জেরেই বিতর্কিত অংশে স্থিতাবস্থা বজায় রাখার যে নির্দেশ ফৈজাবাদ আদালত দিয়েছিল, তা লঙ্ঘিত হয়।

EiSamay 20 Aug 2020, 3:12 pm
এই সময়: ১৯৮৬ সালের ফেব্রুয়ারিতে বাবরি মসজিদের তালা খোলার নির্দেশ কি তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী দেননি? সদ্য প্রকাশিত বইয়ে তেমনই দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় সরকারি আমলা ওয়াজাহাত হাবিবুল্লা। রাজীবের আমলে প্রধানমন্ত্রীর দপ্তরে কর্মরত ছিলেন তিনি। 'মাই ইয়ার্স উইথ রাজীব গান্ধী ট্রিয়াম্ফ অ্যান্ড ট্র্যাজেডি' শীর্ষক এই বইয়ে হাবিবুল্লা লিখেছেন, একবার তিনি রাজীবকে এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। রাজীবের জবাব ছিল, 'ধর্মস্থানের কাজকর্মে হস্তক্ষেপ করা কোনও সরকারের কাজ হতে পারে না। ঘটনা ঘটে যাওয়ার আগে পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই জানতাম না।' তাহলে নির্দেশ দিল কে? প্রধানমন্ত্রীর বিশেষ বিমানের কেবিনে বসে রাজীব বলেছিলেন, 'বীরবাহাদুর সিং-এর কাছে ব্যাখ্যা চেয়েছিলাম আমি। আমার ধারণা, অরুণ (নেহরু) এবং ফোতেদার (মাখনলাল) এর নেপথ্যে রয়েছে। আমি খোঁজ নিচ্ছি। সত্যিটা জানতে পারলে ব্যবস্থা নেব।' লেখকের দাবি, প্রয়াত প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই কথোপকথনটি হয়েছিল গুজরাট যাওয়ার পথে। ততদিনে তালা খোলার পর কয়েকমাস পেরিয়ে গিয়েছে। প্রসঙ্গত, এর কিছুদিন পরে মন্ত্রিসভা থেকে অরুণ নেহরুকে বাদ দিয়েছিলেন রাজীব।
EiSamay.Com Rajiv Gandhi
রাজীব গান্ধী। ফাইল ছবি


রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিবাদের এটাও একটা বিতর্কিত অধ্যায়। ১৯৮৬ সালের এই ঘটনার জেরেই বিতর্কিত অংশে স্থিতাবস্থা বজায় রাখার যে নির্দেশ ফৈজাবাদ আদালত দিয়েছিল, তা লঙ্ঘিত হয়। তাৎপর্যপূর্ণ ভাবে রামমন্দিরের ভূমি পূজনের সময়ে কমল নাথ-সহ বহু কংগ্রেস নেতাই এই দিনটির কৃতিত্ব রাজীব গান্ধীকে দেন। বলেন, রাজীব তালা খুলেছিলেন বলেই আজ মন্দির হচ্ছে। রাজীব ঘনিষ্ঠের এই দাবির পর কংগ্রেস কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার। - সংবাদসংস্থা

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল