অ্যাপশহর

বিধানসভায় ঘুরছে অশুভ আত্মা! আতঙ্কে 'পুজো-আচ্চা' বিধায়কদের

বিধানসভায় আস্তানা গেড়েছে প্রেতাত্মা। এই আতঙ্কেই হাড়হিম বিধায়কদের। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন তাঁরা।

EiSamay.Com 23 Feb 2018, 12:04 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: কী বলবেন একে! কুসংস্কার না ভূতের ভয়! রাজস্থান বিধানসভায় আস্তানা গেড়েছে প্রেতাত্মা। এই আতঙ্কেই হাড়হিম বিধায়কদের। বিষয়টি মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজেকেও জানিয়েছেন তাঁরা। পুরোহিত ডেকে সেই 'আত্মা'কে ঘাড় ধরে তাড়ানোরও পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার সেই ছবিই ধরা পড়ল। ভূত তাড়ানোর ভঙ্গিমায় বিধানসভার বাইরে মন্ত্রোচ্চারণও করতে শোনা গেল এক পুরোহিতকে।
EiSamay.Com rajasthan mlas fear assembly haunted by evil spirits
বিধানসভায় ঘুরছে অশুভ আত্মা! আতঙ্কে 'পুজো-আচ্চা' বিধায়কদের




বিধায়কদের বিশ্বাস, ভূতের ছায়া রয়েছে রাজস্থান বিধানসভায়। সে জন্যই বিধানসভার সর্বাধিক সদস্যের সীমা ২০০ হলেও কখনওই তা পূরণ হতে দেখা যায় না। কখনও কোনও সদস্য পতদ্যাগ করেন, কখনও কারওকে জেলে যেতে হয় অথবা কারও অকালমৃত্যু হয়। মঙ্গলবার বিজেপি বিধায়ক সিং চৌহানের প্রয়াণের পর এই বিশ্বাস আরও মজবুত হয়। অশুভ শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছেন বিধায়করা।



গত বছর সোয়াইন ফ্লতে আক্রান্ত হয় মৃত্যু হয় বিজেপি বিধায়ক মণ্ডলগড় কৃতী কুমারীর। তার আগে খুনের দায়ে জেলে যেতে হয় বিএসপি বিধায়ক বিএল কুশওয়াহাকে। খুন ও ধর্ষণের দায়ে হাজতবাসী হন কংগ্রেস বিধায়ক মহীপাল মাদেরনা, মালখান সিং বিষ্ণোই ও বাবু লাল নাগর।



শ্মশাণের একটি অংশ নিয়ে তৈরি হয়েছে রাজস্থান বিধানসভার বিল্ডিং। এর ২০০ মিটারের মধ্যেই রয়েছে লাল কোঠি মোক্ষধাম নামে শ্মশানটি। এতেই ভূতের ভয় আরও চাগিয়ে উঠেছে বিধায়কদের। নাগপুরের বিজেপি বিধায়ক হাবিবুর রহমানের কথায়, 'বিধানসভার নতুন বিল্ডিং যে জমির উপর তৈরি হয়েছে, সেখানে আগে শ্মশাণ ও আবর্জনা স্থল ছিল। ভগবান জানে সেখানে কী আবর্জনা ফেলা হত। লোকে নিশ্চয়ই শিশুদের দেহও সেখানে পুঁতে দিত। এমন জায়গাতেই ঘুরে বেড়ায় অশুভ আত্মারা।' মুখ্যমন্ত্রী তাঁদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়করা।

খবরটি ইংরেজিতে পড়ুন

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল