অ্যাপশহর

রাজস্থান জমি কেলেঙ্কারিতে রবার্ট বঢরার বিরুদ্ধে সিবিআই তদন্ত

গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা জমি কেলেঙ্কারি মামলার তদন্তভার মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই-এর হাতে তুলে দিল রাজস্থান সরকার।

EiSamay.Com 22 Aug 2017, 8:45 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: গান্ধী পরিবারের জামাই রবার্ট বঢরার বিরুদ্ধে ওঠা জমি কেলেঙ্কারি মামলার তদন্তভার মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই-এর হাতে তুলে দিল রাজস্থান সরকার। এর আগে রাজ্য সরকারের গঠিত বিশেষ কমিটির হাতে এই মামলার তদন্তভার ছিল।
EiSamay.Com rajasthan govt recommends cbi probe into robert vadra land deals
রাজস্থান জমি কেলেঙ্কারিতে রবার্ট বঢরার বিরুদ্ধে সিবিআই তদন্ত


জমি বণ্টন নিয়ে ভূমি দফতরের অভিযোগ পেয়ে ৩৭৪.৪৪ হেক্টর জমির মিউটেশন (জমি হস্তান্তর) আগেই বাতিল করে রাজস্থান সরকার। তহসিলদারের বিবৃতির উপর ভিত্তি করেই জমি চুক্তি বাতিল কর হয়েছিল।

বিবৃতিতে ওই তহসিলদার উল্লেখ করেন, বিকানের ৩৪টি গ্রামের সরকারি জমির নথিপত্র জাল করে জমি মাফিয়ারা তার দখল নেয়। এক শ্রেণির সরকারি কর্মচারীর সাহায্য নিয়েই জমির কাগজপত্র জাল করা হয়েছিল। এই কেলেঙ্কারিতে রবার্ট বঢরার নাম জড়িয়ে যায়।
জমির মিউটেশন বাতিল করার সময় রাজস্থান সরকার জানায়, কাগজপত্রে বিকানেরের কমিশনারের সই ছিল না।

বঢরার বিরুদ্ধে সিবিআই তদন্ত প্রসঙ্গে কংগ্রেসের সভাপতি শচীন পাইলট জানান, আমরা যে কোনও ধরনের তদন্তের জন্য প্রস্তুত রয়েছি। তবে, রাজ্য সরকারের গঠিত কমিটি জমি চুক্তি নিয়ে কী রিপোর্ট দিয়েছে, সে বিষয়েও জানার কৌতূহল রয়েছে।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল