অ্যাপশহর

করোনা মোকাবিলায় তৈরি ত্রাণ তহবিল, সাহায্যের প্রার্থনা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের...

করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য চেয়ে আবেদন করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর আবেদনে রাজকোষে জমা পড়ল বড় অঙ্কের টাকা। আসছে আরও অনুদান। জানুন বিস্তারিত...

EiSamay.Com 24 Mar 2020, 2:21 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: রাজস্থানে করোনা পরিস্থিতি সামাল দিতে আর্থিক অনুদানের অনুরোধ করেছিলেন রাজস্থানের মুখ্যন্ত্রী অশোক গেহলট। তাঁর ডাকে সাড়া দিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন সাড়ে তিন লাখ টাকা দান করলেন রাজ্যপাল কলরাজ মিশ্র। একই সঙ্গে রাজ্যপাল ত্রাণ তহবিল থেকেও ২০ লাখ টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে দান করলেন।
EiSamay.Com Rajasthan CM Ashok Gehlot appeals for donations to fight the menace of coronavirus
অশোক গেহলট



মুখ্যমন্ত্রী প্রত্যেক মন্ত্রীর কাছে আবেদন করেছিলেন তাঁরা যেন ব্যক্তিগতভাবে ত্রাণ তহবিলে অন্তত এক লাখ টাকা দান করেন। কংগ্রেসের প্রত্যেক বিধায়ককে এক মাসের বেতনও দান করার অনুরোধ করেছিলেন। গেহলট নিজে এক লাখ টাকা দান করেছেন।

রাজভবনের সরকারি কর্মীরাও সিদ্ধান্ত নিয়েছেন এক দিনের বেতন তহবিলে দান করার। সব মিলিয়ে সেই অঙ্ক গিয়ে দাঁড়াচ্ছে ২ লাখ ২৫ হাজার টাকা। এখানেই শেষ নয়। রাজস্থান রাজ্য সরকার কর্মী ফেডারেশনের তরফেও ঘোষণা করা হয়েছে প্রায় ৮ লাখ কর্মী একদিনের বেতন দান করবেন। সব মিলিয়ে যা প্রায় ২০০ কোটি টাকা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে দু’মাসের বেতন দান করেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে। এছাড়াও তাঁর এমএলএ ল্যাড ফান্ড থেকেও বাড়তি ১ লাখ টাকা দিয়েছেন।

আরও পড়ুন

করোনাভাইরাসের গ্রাসে ভারত LIVE: রাত ৮টা! জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ
Coronavirus FAQ: যা রটছে, সব তথ্যই সত্যি? জেনে নিন WHO কী বলছে...
Coronavirus FAQ: করোনা-মোকাবিলা কীভাবে? জানুন মারণ-ভাইরাসের জরুরি তথ্য

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল