অ্যাপশহর

রাজস্থানে ভাইপোর সামনে মহিলাকে ধর্ষণ করে ভিডিয়ো শেয়ার সোশ্যালে, গ্রেফতার ৫

পাঁচ মাসের মধ্যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রাজস্থানের অলওয়ারে। পাঁচ মাস আগে স্বামীর সামনে মহিলাকে গণধর্ষণ করে ভিডিয়ো ক্লিপ ছাড়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার ভাইপোর সামনে ধর্ষণ করা হল বছর ৪৫-এর এক মহিলাকে। তাঁরও ভিডিয়ো সোশ্যালে পোস্ট করে অভিযুক্তরা।

EiSamay.Com 20 Sep 2020, 10:35 am
এই সময় ডিজিটাল ডেস্ক: ভাইপোর চোখের সামনেই রাজস্থানের অলওয়ারে বছর ৪৫-এর এক মহিলাকে ধর্ষণ করার অভিযোগ উঠল। যৌন হেনস্থা করতে ভাইপোকেও বাধ্য করা হয় বলে অভিযোগ। ধর্ষকরা ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একটি এফআইআরও রুজু করেছে পুলিশ।
EiSamay.Com Raped
রাজস্থান ধর্ষণে গ্রেফতার ৫


এফআইআরে মহিলা ছ-জনের নাম উল্লেখ করেছেন। তার মধ্যে পাঁচ জনই ধরা পড়েছে বলে পুলিশের এক অফিসার জানিয়েছেন। ফেরার আর এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অলওয়ারের ডেপুটি পুলিশ সুপার কুশল সিং জানান, অসম ওরফে ঘুন্টা (৩৫)-ই মূল অভিযুক্ত। সে এখন পুলিশের জালে। সাহুদ (১৯) ও ওয়ারিস (২৫) নামে আরও দুই অভিযুক্তের নাম জানা গিয়েছে। অভিযুক্তদের মধ্যে ২ জন নাবালক হওয়ায়, তাদের নাম প্রকাশ করা হয়নি। ইমরান নামে আর এক অভিযুক্ত ফেরার রয়েছে।

পুলিশ সুপার ভিওয়াদি রামমূর্তি জানান, ১৪ সেপ্টেম্বর বাড়ি ফেরার পথে ভিওয়াদির তিজারা থানা এলাকায় ওই মহিলা গণধর্ষণের শিকার হন। জায়গাটি রাজস্থান-হরিয়ানা সীমানায়, পার্বত্য এলাকা। তিনি এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর ভাইপোও ছিলেন। পাবর্ত্য এলাকায় অভিযুক্তরা দু-জনের পথ আটকায়। এর পর অসম তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। বাকিরা শ্লীলতাহানি করে। এই ঘটনার সময় ধর্ষিতার ভাইপোকে পিছমোড়া করে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল অভিযুক্তরা। পরে তাঁকেও যৌন নিগ্রহে বাধ্য করা হয়।

স্মার্টফোনে ঘটনার ভিডিয়ো রেকর্ড করে অভিযুক্তরা হুমকি দেয়, কাউকে জানালে অশ্লীল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হবে। লোকলজ্জার ভয়ে নিগৃহীতা তাই মুখ বন্ধ রেখেছিল। ঘটনার দিন থানায় অভিযোগ দায়ের করেনি। কিন্তু, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় অভিযুক্তরা। তার পরেই ১৭ সেপ্টেম্বর থানায় ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেন ওই মহিলা। শনিবার পুলিশসুপার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। অভিযুক্তদের ওই দিন জেরাও করা হয়।

আরও পড়ুন: অস্ত্র সরবরাহে কাশ্মীরে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃত আল-কায়দা জঙ্গিদের

পুলিশ টিমকে তদন্ত শেষ করে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার নির্দেশ দেন পুলিশসুপার। তিনি জানান, ভিডিয়োর সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করা পুলিশের পক্ষে সহজ হয়েছে। আইপিসি ছাড়াও আইটি আইনে পৃথক মামলা দায়ের হয়েছে ওই ছ-জনের বিরুদ্ধে।

আরও পড়ুন: দেশদ্রোহিতা আইনে মামলা, মুর্শিদাবাদে ধৃত ৬ আল-কায়দা জঙ্গিকে দিল্লি নিয়ে যাচ্ছে NIA

গত এপ্রিলে এরকম একটি ধর্ষণের ঘটনা ঘটেছিল অলওয়ারের থানাগাজিতে। স্বামীর সামনে মহিলাকে গণধর্ষণ করার অভিযোগ উঠেছিল। ওই দম্পতি প্রথমে মুখ বন্ধ রেখেছিল। কিন্তু, ঘটনার ভিডিয়ো ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পরেই তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল