অ্যাপশহর

৩ মে পর্যন্ত বন্ধ সব যাত্রী পরিষেবা, জানাল রেল

প্রধানমন্ত্রীর ঘোষণার পরই ৩ মে পর্যন্ত যাত্রী পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। বন্ধ থাকবে মেট্রো পরিষেবাও। দেশে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

EiSamay.Com 14 Apr 2020, 12:55 pm
এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দেশে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ভাষণের পরই গুরুত্বপর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। আগামী ৩ মে পর্যন্ত বন্ধ রাখা হবে দেশের সমস্ত যাত্রী পরিষেবা।
EiSamay.Com indian railway
ছবিটি প্রতীকী


প্রধানমন্ত্রীর ঘোষণার পরই যাত্রী পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়ে দেয় রেল। বন্ধ থাকবে সব প্রিমিয়াম ট্রেন, দূরপাল্লার ট্রেন, সাব-আর্বান ট্রেন, কলকাতা মেট্রো ও দক্ষিণ ভারত রেলওয়ে।

মঙ্গলবার মধ্যরাতেই লকডাউনের মেয়ার শেষ হওয়ার কথা ছিল। এদিন প্রধানমন্ত্রীর ঘোষণার পর ফের একবার যাত্রী পরিষেবা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেল। আগামী ৩ মে পর্যন্ত বন্ধ থাকবে রিজার্ভড ও আনরিজার্ভড ট্রাভেলের টিকিট বুকিং কাউন্টার। রেলওয়ে স্টেশন ও রোলওয়ে স্টেশনের বাইরের চত্বরেও বন্ধ থাকবে সমস্ত বুকিং কাউন্টার।



দেশে করোনার সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য ধাপে ধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

প্রসঙ্গত, লকডাউন উঠে যাবে , এইভেবে ১৫ এপ্রিল থেকে ট্রেনের বুকিং করেছেন বলে জানা গিয়েছে। ১৪ এপ্রিলের পরে অনলাইনেই মেল, এক্সপ্রেস, ইন্টারসিটি ট্রেনগুলির টিকিট বুকিং করা যাচ্ছিল। তবে লকডাউনের মেয়াদ বৃদ্ধি হওয়ায় এখনও পর্যন্ত কোনও নিয়ম সামনে নিয়ে আসেনি ভারতীয় রেল।

পরের খবর

Nationসম্পর্কে আরও বিস্তারিত ও নতুন খবর জানতে ক্লিক করুন। সব ধরনের ব্রেকিং, আপডেট এবং বিশ্লেষণ সবার প্রথম বাংলায় পড়তে ক্লিক করুন Bengali Newsএই সময় ডিজিটাল